ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ম্যাচ জয়ের পর সৌম্য-ইমরুলকে নিয়ে যা বললেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৭ ০০:৩৭:০৭
ম্যাচ জয়ের পর সৌম্য-ইমরুলকে নিয়ে যা বললেন মাশরাফি

২৮৭ রান টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ভূল লেগ বিফরের ফাঁদে পড়ে আউট হয়ে মাঠ ছাড়েন লিটন। রিভিউ নিলে বেঁচে যেতেন তিনি। কিন্তু তেমনটা না করায় রানের খাতা না খুলেই মাঠ ছাড়েন তিনি।

এরপরের গল্পটা শুধুই ইমরুল আর সৌম্যর। যতই ওভার গড়াতে থাকে ততই ভয়ংকর হতে থাকে এই দুইজন। এ যেনো কার চেয়ে কে বেশি রান করে এগিয়ে থাকতে পারেন এই পাল্লা। ৯২ বল থেকে ১১৭ রান করে মাসাকাদজার বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান সৌম্য। কিন্তু এর আগে তাদের দুজনের ব্যাট থেকে এসেছে ২২০ রানের জুটি। যেটা বাংলাদেশের মাটিতে ওয়ানডেতে সর্বোচ্চ বেশি রানের জুটি। এছাড়া ২য় উইকেটের পার্টনারশিপেও সবচেয়ে বেশি রানের জুটি।

সৌম্য ফিরে গেলে সেঞ্চুরি তুলে নেন ইমরুল। ১১৫ রান করে ফিরে যান তিনি। এরপর ম্যাচের ৪৩ তম ওভারে ছক্কা মেরেই দলকে জয়ের স্বাদটা এনে দেন মুশফিক।

ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মাশরাফি বলেন, ‘এশিয়া কাপ থেকে ফেরার পরই আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে ছিল। আমাদের ড্রেসিং রুমে সকলে আত্মবিশ্বাসের ভরপুর ছিল। সকলের মধ্যে কিছু একটা করে দেখানোর ক্ষুধা ছিল।এটা ব্যাটসম্যানদের জন্য খুবই ভালো একটি উইকেট ছিল। কিন্তু আমাদের বোলাররা খুবই নিয়ন্ত্রিত বোলিং করেছে যার কারণে তাদেরকে ২৮৬ রানের মধ্যেই আটকাতে পেরেছি।

সৌম্য-ইমরুলের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘তারা দুজনই আজ ব্যাট হাতে দূর্দান্ত ছিল। দলের সকলের মধ্যেই রান করার একটি প্রতিযোগিতা তৈরি হয়েছে। যে কারণে ব্যাট হাতে তাদের জ্বলে উঠাটা নিজেদের জন্যও প্রয়োজন ছিল। আশা করি ওয়ানডের মতো টেস্টেও এই জয়ের ধারা অব্যহত থাকবে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ