ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

মাশরাফির সহযোগীতায় আবারো দলে ফিরলেন শাহাদাত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৬ ১৮:৪৬:১১
মাশরাফির সহযোগীতায় আবারো দলে ফিরলেন শাহাদাত

বিসিবির কোনো দলে এই ফেরাটা বড় সুযোগ হিসেবেই দেখছেন শাহাদাত, ‘কিছুক্ষণ আগে জানলাম। কবে খেলা হবে সেটাও জানি না। তবে এটা অবশ্যই আমার জন্য বড় পাওয়া, বড় সুযোগ। বিসিবির কোনো দলে ফেরা মানে নতুন করে এগিয়ে যাওয়ার একটা সুযোগ। আমি চেষ্টা করব এই সুযোগটা কাজে লাগাতে।’

মাশরাফির সহায়তায় আবার নতুন আশার আলো শাহাদাত হোসেনের। ছন্দে ফিরতে শাহাদাত অনেক চেষ্টাই করে যাচ্ছেন। জীবনের কালো অধ্যায়টা পেছনে ফেলে চেষ্টা করছেন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হতে। এই জাতীয় লিগে তিন ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। উইকেটসংখ্যায় আহামরি কিছু নয়। তবে ফতুল্লায় ঢাকা বিভাগের হয়ে চট্টগ্রামের বিপক্ষে শাহাদাতের বোলিংটা বিশেষ দৃষ্টি কেড়েছে নির্বাচকদের। ওই ম্যাচে নেন ৮ উইকেট।

নিজেকে ফিরে পেতে শাহাদাতকে ভীষণ সহায়তা করেছেন একজন। তিনি মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই শাহাদাতের,

‘মাশরাফি ভাই আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছেন। অনেকভাবে সহায়তা করেছেন। বলেছেন, তোর যদি খেলার ইচ্ছে থাকে গুরুত্বের সঙ্গে খেল। তিনি কিছু স্কিল ট্রেনিং দিয়েছেন আমাকে। সে অনুযায়ী কাজ করেছি। পরিশ্রম করেছি। ফলও পেয়েছি। মাশরাফি ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞতা। চেষ্টা করব যেখানেই সুযোগ পাই সেটি যেন কাজে লাগাতে পারি।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ