ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

শচীন টেন্ডুলকারকে টপকে যা বললেন কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৬ ১৮:৩১:৩৫
শচীন টেন্ডুলকারকে টপকে যা বললেন কোহলি

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের প্রথম দশ হাজার রানের মালিক শচীন টেন্ডুলকার। নিজের ক্যারিয়ারের ২৬৬তম ওয়ানডে ম্যাচে ২৫৯তম ইনিংস খেলার পথে গড়েছেন এ রেকর্ড। এদিকে ২০০৮ সালে ওয়ানডেতে অভিষিক্ত কোহলি ক্যারিয়ারের ২১৩তম ম্যাচ খেলতে নেমেছিলেন কাল। ক্যারিয়ারের ২০৫তম ওয়ানডে ইনিংসেই ১০ হাজার রান হয়ে গেছে তাঁর।

আবার ১০ বছর ৬৮ দিন সময় নিয়ে সবচেয়ে কম সময়ে ১০ হাজার রানের রেকর্ডও দখলে নিয়েছেন ভারতীয় অধিনায়ক। এর আগে সবচেয়ে কম সময়ে (১০ বছর ৩১৭ দিন) ১০ হাজারি ক্লাবে নাম লেখানোর রেকর্ডটি ছিল দ্রাবিড়ের।

এদিকে উইন্ডিজের বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে টাই করার পর সেদিন কিছু বলেন নি কোহলি। তবে গতকাল জানালেন তার অনুভূতির কথা।শচীন টেন্ডুলকারকে টপকানোর পর তার মাঝে গর্বের রেশমাত্রটুকুও নেই। ভারত দলে খেলতে পারছেন এতেই নাকি নিজেকে সৌভাগ্যবান মনে করেন অধিনায়ক, ‘দেশের প্রতিনিধিত্ব করতে পারছি এতেই আমি গর্বিত। দশ বছর ধরে খেলার পরও মনে হয় এখনো কিছুই হতে পারিনি।’

কোহলিই যে বর্তমানে সব সংস্করণেই সেরা ব্যাটসম্যান এ নিয়ে দ্বিমত করতে পারবেন না কেউ। কোহলি যদিও দাবি করছেন, এসব অর্জন তাঁর জন্য কল্পনাতীত, ‘আমি কৃতজ্ঞ এবং আশীর্বাদপুষ্ট। আমি জীবনেও কল্পনা করিনি ক্যারিয়ারে এ পর্যায়ে আসতে পারব। কিন্তু এটাই হয়েছে এবং আমি খোদাকে ধন্যবাদ দিচ্ছি। আমি কৃতজ্ঞ।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ