আজকের ম্যাচে তুরুপের তাস হওয়ার সামর্থ্য আছে যাদের

যে কারণে দলে থাকা ক্রিকেটাররা থাকবেন নিজেদের সেরাটা দেয়ার চেষ্টায়। তবে জিম্বাবুয়ে দল এ ম্যাচ জেতার জন্য মরিয়া হয়ে থাকবে। কারণ বাংলাদেশের বিপক্ষে টানা তৃতীয়বার ধবল ধোলাইয়ের লজ্জা পেতে চাইবে না তাঁরা।
স্বভাবতই প্রতি ম্যাচের মতো এ ম্যাচেও সর্বোচ্চ দিয়ে খেলবে তাঁরা। তাই দুই দলের কিছু ক্রিকেটারের উপর বিশেষ নজর থাকবে সকলেরই।
দেখে নিন প্রথম ম্যাচে যাদের ওপর চোখ থাকবেঃ
ইমরুল কায়েসঃ
বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার। দুর্দান্ত ফর্মে আছেন টাইগার এই ক্রিকেটার। সফরকারীদের বিপক্ষে প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা ১৪৪ রানের ইনিংসের পর দ্বিতীয় ম্যাচেও হেসেছিল তাঁর ব্যাট।
খেলেছিলেন ৯০ রানের একটি অসাধারণ ইনিংস। ছুঁতে পারতেন ক্যারিয়ারের চতুর্থ শতকও, কিন্তু সময় অনুপযোগী শট খেলে সাজঘরে দিরে যেতে হয়েছিল তাঁকে। কিন্তু আজ সুযোগ পেলে এই ভুল করবেন না তিনি, এটাই স্বাভাবিক।
তাই জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া এই ম্যাচে সকলের চোখ থাকবে তাঁর উপর।
মুশফিকুর রহিমঃ
বাংলাদেশ দলের মিডেল অর্ডারের ভরসা বলা হয় তাঁকে। ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মেন্স করে আসছেন তিনি। সিরিজের প্রথম ম্যাচে ভালই খেলছিলেন তিনি। কিন্তু লেগ স্পিনার মাভুটার করা একটি নিরীহ বলে আউট হয়েছেন ১৫ রান করে।
তবে পরের ম্যাচে থেকেছেন অপরাজিত। ৫৫ বলে ৪০ রান করে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। অবশ্যই আসন্ন এই ম্যাচে নজর থাকবে এই ক্রিকেটারের উপর।
মোহাম্মদ সাইফুদ্দিনঃ
একজন পেস বোলিং অলরাউন্ডারের অনেক দিনের অভাব পূরণের পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তিনি। আট মাস পর দলে সুযোগ পেয়েই দেখাচ্ছেন নিজের সামর্থ্য। দলের বিপদে প্রথম ম্যাচে খেলছিলেন ৫০ রানের ইনিংস।
দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ হয়নি তাঁর। তবে বল হাতে ছিলেন দুর্দান্ত। ১০ ওভার বোলিং করেছেন মাত্র ৪.৫০ ইকোনমিতে। সাথে তিনি উইকেট তুলে নিয়েছেন এই পেসার। তাই আজকের ম্যাচে অলরাউন্ডিং পারফর্মেন্স দেখার জন্য সবার চোখ থাকবে তাঁর উপর।
ব্রেন্ডন টেইলরঃ
বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি খেলা জিম্বাবুইয়ানদের একজন। এমনকি দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটারও তিনি। কিন্তু প্রথম ম্যাচে নিজেকে প্রমাণ করতে পারেন নি তিনি। তবে দ্বিতীয় ম্যাচে খেলেছেন অসাধারণ।
সংগ্রহ করেছিলেন ৭৫ রান। বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি অর্ধশতক গড়ার রেকর্ডও গড়েছেন তিনি। দলকে জেতানোর জন্য সেরাটা দেয়ার প্রচেষ্টায় থাকবেন আজকের ম্যাচেও।
সিকান্দার রাজাঃ
বেশ কয়েকমাস পর জাতীয় দলে ফিরেছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজে। এসেই দেখাতে শুরু করে দিয়েছেন নিজের প্রতিভা। যদিও প্রথম ম্যাচে কিছুটা ব্যর্থ ছিলেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচে নিজেকে মেলে ধরেছিলেন রাজা।
ব্যাট হাতে সংগ্রহ করেছেন ৪৯ রান। কিন্তু বল হাতেও ছিলেন দুর্দান্ত। তিন উইকেট নিয়েছেন মাত্র ৪৩ রান খরচে। তাঁকে দলে পেয়ে উচ্ছ্বসিত ছিল সতীর্থরা সবাই। কারণ বাংলাদেশের কন্ডিশনে খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে তাঁর। ঘরোয়া লিগ বিপিএল, ডিপিএলে খেলছেন তিনি।
তাই ভাল কিছু করে দেখাতে পারবেন তিনি, বিশ্বাস রেখেছেন দলের সকলে, করেও দেখিয়েছেন তিনি। তাই আজকের ম্যাচেও তুরুপের তাস হতে পারেন তিনি।
কাইল জার্ভিসঃ
জিম্বাবুয়ে দলের পেসার, যিনি কিনা অসাধারণ বোলিং করে থাকেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম দুইটি ম্যাচে তাঁর বোলিং ছিল দেখার মতো। যদিও দ্বিতীয় ম্যাচে উইকেট পাননি তবে সবচেয়ে কম খরুচে বোলার ছিলেন তিনি।
কিন্তু প্রথম ম্যাচে তিনি ছিলেন দুর্দান্ত। ৩৭ রান দিয়ে নিয়েছিলেন চারটি মূল্যবান উইকেট। সেই ম্যাচে ব্যাটও হেসেছিল তাঁর। করেছিলেন ৩৭ রান।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- বাংলাদেশে জনপ্রতি ফিতরার হার ঘোষণা
- দ্য হান্ড্রেডে বাংলাদেশের ২৯ ক্রিকেটার শেষ হলো নিলাম