ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

রুবেল বাদ, চার নতুন মুখ নিয়ে টেস্ট দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৬ ০১:১৪:২৪
রুবেল বাদ, চার নতুন মুখ নিয়ে টেস্ট দল

বৃহস্পতিবার জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে মাহমুদউল্লাহ রিয়াদ নেতৃত্ব দেবেন টেস্ট সিরিজে। সিলেটে প্রথম টেস্ট মাঠে গড়াবে ৩ নভেম্বর। ১১ নভেম্বর ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।

সাকিব আল হাসান ও তামিম ইকবাল চোটের কারণে নেই। তাই এই দুই জায়গায় পরিবর্তন অনুমিতই ছিল। টাইগাররা সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজে। সেই সিরিজের দলে থাকাদের মধ্যে জায়গা হারিয়েছেন আরো তিন জন। তারা হলেন- কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন ও নুরুল হাসান সোহান।

ওয়ানডে সিরিজের দলে ছিলেন রুবেল। তবে সিরিজের শুরুতে জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পুরোপুরি সুস্থ না হওয়ায় প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারেননি। তবে বিসিবি একাদশের হয়ে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দলে আছেন এই পেসার। আর বাদ পড়া রাব্বি ও সোহানের কেউই ওয়ানডে সিরিজের দলে ছিলেন না। এদিকে ইনজুরির কারণে সর্বশেষ টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন না মোস্তাফিজুর রহমান। তাকে ফেরানো হয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াড নিয়ে যখন ভাবনা তখন রাজশাহীতে আগুন ঝড়াচ্ছিলেন খালেদ আহমেদ। সিলেট বিভাগের এই পেসার দুই ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচে ১০ উইকেট নিয়ে ঢাকা মেট্রোকে উড়িয়ে দিয়েছেন চতুর্থ রাউন্ডের ম্যাচে। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়ে দারুণ এই পারফরম্যান্সের পুরস্কার হাতে নাতে পেলেন খালেদ আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেটেই অভিষেকের অপেক্ষায় তিনি। ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ২২টি।

নতুন আরো তিন মুখ মিথুন, আরিফুল ও নাজমুল অপুর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে আগেই। এবছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক আরিফুল হকের। ৬টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেললেও কোনো ওয়ানডে খেলা হয়নি তার। ৭৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ২৫ বছরের এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত সৈনিক।

এদিকে ৪টি ওয়ানডে ও ১৩টি টি-টুয়েন্টি খেলা নাজমুল ইসলাম অপুর সামনে এবার টেস্টের দুয়ার খোলার পালা। ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। মিথুন ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলছেন অনেক আগে থেকেই। এবার টেস্ট অভিষেকের অপেক্ষা ফুরাবার পালা তার।

এদিকে জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত পারফর্ম করছিলেন সৌম্য সরকার। সিরিজের মাঝ পথে তৃতীয় ওয়ানডেতে যুক্ত করা হয় তাকে। তবে টেস্ট দলে জায়গা হয়নি সৌম্যর। তুষার ইমরানের পরিণতিও একই।

টেস্টের ১৫ সদস্যের দল:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, খালেদ আহমেদ এবং নাজমুল ইসলাম অপু।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ