ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

শেষ ম্যাচে টাইগার শিবিরে নানা পরীক্ষা-নিরীক্ষা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৬ ০১:১১:১০
শেষ ম্যাচে টাইগার শিবিরে নানা পরীক্ষা-নিরীক্ষা

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে টাইগাররা জিতে নিয়েছে প্রবল দাপটে। ২-০ তে সিরিজও এখন বাংলাদেশের। মাশরাফি বিন মুর্তজার দলের সামনে এখন প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের মিশন। যে মিশনে শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বেলা আড়াইটায়। সিরিজ নিশ্চিত হওয়ায় বাংলাদেশের সামনে এখন সুযোগ প্রথম দুই ম্যাচে ড্রেসিং রুমে কাটানোদের সুযোগ করে দেওয়ার।

সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৮ রানে হারায় বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত ম্যাচটির জয়ের ব্যবধান অবশ্য টাইগারদের দাপট বুঝাতে যথেষ্ট নয়। ম্যাচের আগের দিন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা অবশ্য সিরিজে প্রতিদ্বন্দ্বিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমন কি তার কাছে নাকি জিম্বাবুয়েই ফেভারিট এই সিরিজে, বলেছিলেন সেটি।

মাসাকাদজা কি মন থেকে বলেছিলেন কথাটা? হয়তো মুখে ভিন্ন কথা বলে হারার আগে হারতে চান নি তিনি। কিন্তু জিম্বাবুয়ের ভারতীয় কোচ লাল চাঁদ রাজপুত দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে বলেছিলেন, তাদের ভালো সময় আসছে।

প্রথম ওয়ানডের ব্যাটিং ব্যর্থতা অবশ্য দ্বিতীয় ওয়ানডেতে তারা কাটিয়ে উঠে। দারুণ খেলেন ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, শন উইলিয়ামস। কিন্তু লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাস, ইমরুল কায়েস জানিয়ে দিয়েছেন তাদের হারাতে হলে দরকার আরো বেশি কিছু। যা এখন পর্যন্ত দুর্দান্ত বাংলাদেশের সামনে করতে পারেনি জিম্বাবুয়ে।

আর বিশ্বকাপের প্রস্তুতির মিশন হিসেবে নেওয়া জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ সবটাই যেন করছে ঠিকঠাক। উদ্বোধনী জুটি নিয়ে শঙ্কা ছিল। লিটন দাস ও ইমরুল কায়েস সেটি কাটিয়ে উছেঠেন। প্রথম ওয়ানডেতে টপ অর্ডার ব্যাটিংয়ে হতাশা থাকলেও দ্বিতীয় ওয়ানডেতে সেটিও কাটিয়ে উঠে বাংলাদেশ।

সাইফউদ্দিনের মতো তরুণ অলরাউন্ডার নিজেকে আলোয় উদ্ভাসিত করেছেন। ব্যাট-বলে পারফর্ম করছেন দারুণ। দুর্দান্ত এই বাংলাদেশের মিশন এবার তৃতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে শতভাগ সাফল্যে সিরিজ শেষ করা। সবঠিক থাকলে কোণঠাসা জিম্বাবুয়ে এম্যাচেও খুব বড় বাঁধা হওয়ার কথা নয়।

বাংলাদেশ কি তবে রিজার্ভ বেঞ্চ ঝালিয়ে নেওয়ার নেওয়া সুযোগ নিচ্ছে এম্যাচে? প্রথম দুই ম্যাচে সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছেন ফজলে মাহমুদ রাব্বী। তার জায়গায় সুযোগ দাবি রাখেন নাজমুল ইসলাম শান্ত। ওদিকে সৌম্য সরকার যুক্ত হয়েছেন স্কোয়াডে। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যানও সুযোগ পেতে পারেন একাদশে। ওদিকে আরিফুল হক ওয়ানডে দলের সঙ্গে ঘুরে বেড়ালেও এখনো অভিষেক হয়নি এই ফরম্যাটে।

বাংলাদেশ তাই পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নিতেই পারে। তবে সব ঠিক থাকলে হয়তো মাশরাফি বিন মুর্তজা খেলছেন এম্যাচেও। একটি মাত্র ফরম্যাট খেলেন বলে, আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হাত ছাড়া করতে চান না তিনি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ