ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

আবারও কপাল পুড়লো তাসকিনের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৬ ০১:০৬:৪১
আবারও কপাল পুড়লো তাসকিনের

তাসকিন-দ্য স্পিড স্টার। বল হাতে বাইশ গজে ঝড় তোলাই যার স্বাভাবিক দৃশ্য। কিন্তু সে দৃশ্য যেন অনেকটাই মলিন। অফ ফর্মের পর ভাগ্যটাও সহায় হচ্ছে না। একের পর এক ইনজুরিতে জাতীয় দলের বাইরে তাকে সংগ্রাম করতে হচ্ছে স্বাভাবিক অবস্থায় ফেরে আসতে। নিদাহাস ট্রফি চলাকালীন পিঠের ইনজুরির পর যান আয়ারল্যান্ডে 'এ' দলের হয়ে খেলতে সেখানেও, পড়েন ইনজুরিতে সুস্থ হয়ে ফিরলেন জাতীয় লিগে এবারেও ইনজুরির ঈর্ষা ছিটকে পড়তে হলো। কেন এমন হচ্ছে বারবার? প্রশ্নটা তাসকিনেরও।

তিনি বলেন, প্র্যাকটিসে সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছিল। বোলিংয়েও কিছুটা সমস্যা হচ্ছিল। পরবর্তীতে বায়োজিদ ভাইকে জানিয়েছি। তিনি কিছু টেস্ট করিয়েছেন। দুই থেকে আড়াই সপ্তাহ পর আবারও হয়তো সব ধরণের ম্যাচ খেলতে পারব।

ক'দিন আগেও ইনজুরি থেকে ফিরে জাতীয় লিগে দ্যুতি ছড়িয়েছেন এই তারকা বোলার। ঢাকা মেট্রোর হয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ে এক ম্যাচেই নিয়েছেন পাঁচটি উইকেট। কিন্তু ক্রিকেট বিধাতা ঈর্ষায় কিনা কে জানে? তাই হয়তো বারবার ইনজুরির আঘাতে ধৈরযের পরীক্ষা নিতে চাইছেন তাসকিনের। তবে, ইস্পাত কঠিন সংকল্প স্পিড স্টারের।

তাসকিন বলেন, জাতীয় দলে খেলার মতো মজা আর কোথাও নেই। এপিএলে খেলতে গিয়েও পারিবারিক সমস্যার কারণে চলে আসতে হয়েছে। এ বছরটা খারাপ গেছে। আগামী বছর ভালো যাবে বলে আশা করছি।

ইনজুরিকে পাশ কাটিয়ে মাঠে ফিরতে ব্যাকুল এই তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজ খেলতে না পারলেও ফিরতে চান ক্যারিবিয়ান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। আর বিশ্বকাপের হাতছানি তো আছেই।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ