ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

মাশরাফি কেন বললেন, ‘আই ডোন্ট মাইন্ড’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৫ ২৩:০১:৩৭
মাশরাফি কেন বললেন, ‘আই ডোন্ট মাইন্ড’

সিকান্দার রাজার বলে এগিয়ে খেলতে গিয়ে উইকেটরক্ষক ব্র্যান্ডন টেইলরের স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফিরতে হয় তাকে। আগামীকাল সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টানা দুই ম্যাচে ব্যর্থ রাব্বি আগামীকাল কি দলে সুযোগ পাবেন?

অভিষেকের পরপর দুই ম্যাচে ব্যর্থ হলেও তাকে সুযোগ দেওয়ার পক্ষে অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘আসলে ফজলে রাব্বি খুব আনলাকি। ব্যাটসম্যানের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। তাকে আরও একবার সুযোগ দিলে, আই ডোন্ট মাইন্ড।’

তিনি আরো বলেন, ‘প্রথম ম্যাচে শুন্য রানের আউট। পরের ম্যাচে রান তুলার চিন্তা তাড়িয়ে বেড়ায় তাকে। সেজন্য রান তুলতে গিয়ে আউট হন তিনি। কাউকে সুযোগ দেওয়ার পর মাত্র এক-দুই ম্যাচ দেখেই বাদ দেওয়ার পক্ষপাতী আমি নই।’

মাশরাফি আরো বলেন, ‘রাব্বির মতো আমারও হতে পারত। আমার কাছ থেকে অবশ্যই মনে হয় যে সে আরও একটা সুযোগ প্রাপ্য। বাকিটা তো নির্বাচক, টিম ম্যানেজম্যান্টের ব্যাপার। আমি বিশ্বাস করি ব্যাকআপ করলে এভাবেই ব্যাকআপ করা উচিত।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ