ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বাংলাদেশের নতুন এই গতি দানব একাই ১০ উইকেট নিলেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৫ ২০:০৫:৪২
বাংলাদেশের নতুন এই গতি দানব একাই ১০ উইকেট নিলেন

কিন্তু তাদের কাজে বাঁধ সাধেন ২৬ বছর বয়সী পেসার খালেদ আহমেদ। তার বোলিং তোপে লক্ষ্য থেকে তিন রান দূরে থাকতেই অলআউট হয়ে গিয়েছে ঢাকা মেট্রো। দলের পক্ষে লড়েছেন কেবল এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক সাদমান ইসলাম অনিক।

মাত্র ৯২ বলে ১০ চারের মারে ৭২ রান করেন সাদমান। তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণ বেঁচে ছিল মেট্রোর জয়ের আশাও। ১৭৮ রানের মাথায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন সাদমান। তখন মেট্রোর জয়ের প্রয়োজন মাত্র ১৯ রান।

কিন্তু শেষের চার উইকেট মিলে আসে মাত্র ১৫ রান। যে কারণে তিন রানের পরাজয়কে সঙ্গী করেই মাঠ ছাড়েন আশরাফুলরা। প্রথম ইনিংসে ৮৫ রান খরচায় ৫ উইকেট নেয়া খালেদ, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিতে খরচ করেন মাত্র ৫৪ রান।

উল্লেখ্য, এই খালেদকেই বাংলাদেশের ভবিষ্যত গতি দানব হিসেবে মানছেন টাইগার কোচ স্টিভ রোডস।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ