ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সৌম্যর মাঝে দুই সমস্যার সমাধান দেখছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৫ ১৯:৩৪:২১
সৌম্যর মাঝে দুই সমস্যার সমাধান দেখছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক

বিশেষ করে বর্তমান সময়ে বল হাতে সৌম্যের অভাবনীয় উন্নতিটা আশাবাদী করছে মাশরাফিকে। তিনি মনে করেন এক সৌম্যকে দিয়েই দুটি জায়গার সমাধান পেতে পারে দল। তবে এখনই তাকে মূল দলের জন্য ভাবছেন না অধিনায়ক, বরং ব্যাকআপ হিসেবেই তাকে দলের সাথে রাখতে চান মাশরাফি।

অধিনায়ক বলেন, ‘দেখুন সৌম্য দুই জায়গাতেই খেলেছে এবং আমারও সমস্যা নেই তাঁর এই দুই জায়গা নিয়ে। সৌম্য যদি ফর্মে থাকে এবং সবকিছু ঠিক থাকে সে ওপেনারেরও ব্যাকআপ হতে পারে আবার সাত নাম্বারেরও ব্যাকআপ হতে পারে। এর একটাই কারণ যে তাঁর বোলিং আছে এবং সে বোলিং ভাল করছে। এটি তাঁর জন্য অনেক বড় একটি সুবিধা। সুতরাং আমার কাছে মনে হয় সে দুইটি জায়গারই ব্যাকআপ হতে পারে। ওকে দিয়ে দুইটি জায়গার সমাধান পাওয়া যেতে পারে বলে আমি মনে করি।’

উল্লেখ্য, চলতি এনসিএলে দুর্দান্ত খেলেছেন সৌম্য, ব্যাট হাতে হাঁকিয়েছেন ফিফটি-সেঞ্চুরি, বল হাতে নিয়েছেন পাঁচ উইকেট। ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও খেলেছেন ১০২ রানের ঝলমলে ইনিংস। সবমিলিয়ে নিজেকে একটি প্যাকেজ হিসেবে তৈরি করেছেন তিনি। যার পুরষ্কারস্বরুপ মিলেছে ওয়ানডে স্কোয়াডে সুযোগ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ