ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

‘স্তনে জোর করে হাত ঢুকিয়ে ক্রিম মাখিয়ে দিয়েছিল ও’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৫ ১৪:৫৯:৩৩
‘স্তনে জোর করে হাত ঢুকিয়ে ক্রিম মাখিয়ে দিয়েছিল ও’

এবেলা পত্রিকার খবরে বলা হয়, তখন সোনালের বয়স ১৯। একটি অডিশনের জন্য কাস্টিং ডিরেক্টর রাজা বাজাজের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

অভিনেত্রী জানান, ‘এটাই তার প্রথম অডিশন ছিল, তাই তিনি ডায়লগ ঠিকঠাক বলতে পারছিলেন না। তখন ফটোশুটের জন্য তাকে বেশ কিছু কাপড় দেন রাজা বাজাজ। সেগুলো দেখে বিস্মিত হয়ে যায় সোনাল।

সোনালের অভিযোগ, তখন হঠাৎ ক্রিম নিয়ে এসে সোনালের বক্ষে মাখতে বলেন রাজা। এই ক্রিম মাখলে স্তন আরও আকর্ষণীয় হবে বলে রাজা জানান সোনালকে। কিন্তু বিষয়টি সোনাল মেনে না নিলেও, রাজা জোর করে তার বুকের মধ্যে হাত ঢুকিয়ে ওই ক্রিম মাখিয়ে দেন বলে অভিযোগ। এর পরেই ভয়ে শুটিং ফ্লোর থেকে পালিয়ে যান অভিনেত্রী।

তবে এখানেই শেষ নেয়। এর পরেই ফের এক বার রাজা বাজাজের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সোনাল। তান্ত্রিক বিদ্যা শেখানোর নাম করে রাজা বাজাজ জোর করে কাপড় খুলে দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি।

এমন অভিযোগের পরে রাজা বাজাজের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে রাজা বাজাজের পরিবারের তরফে বলা হয়েছে সোনাল তাদের ব্ল্যাকমেল করে মোটা টাকা চাইছিলেন। কিন্তু তাতে রাজি না হওয়াতেই এমন অভিযোগ এনেছেন সোনাল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে