ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

শেষ হোল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের খেলা দেখুন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৪ ২২:১৯:১২
শেষ হোল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের খেলা দেখুন ফলাফল

যদিও শুরুতেই জীবন পেয়েছিলেন লিটন দাস। প্রথম ওভারের চতুর্থ বলেই লিটন দাসকে লেগ বিফোর আউট দিয়ে ফেলেছিলেন আম্পায়ার। তবে নন স্ট্রাইকে থাকা ইমরুল কায়েসের সঙ্গে কথা বলে রিভিউ নেন লিটন। তাতেই দেখা যায়, বল লেগ স্ট্যাম্প মিস করে যেত। ফলে আম্পায়ার নিজের ভুল স্বীকার করে আউট প্রত্যাহার করে নেন।

জীবন পেয়েই সতর্ক হয়ে যান লিটন। অন্যদিকে আগের ম্যাচে ১৪৪ রান করা ইমরুল কায়েস তো যেন পুরোপুরি সেট ব্যাটসম্যান। শুরু থেকেই তার নিখুঁত এবং সাবধানি ব্যাটিং কোনো বিপদেরই কারণ সৃষ্টি করল না। যার ফলে দু’জনের ব্যাটে রানের চাকা সমানে ঘুরতে শুরু করে।

৯.৩ ওভারেই দলীয় ৫০ রান পূরণ করে ফেলে বাংলাদেশ। পরের ৫০ রানের গণ্ডি পার হতে ভেলে মাত্র ৫.১ ওভার। অর্থাৎ, ৩১ বল। এরই মধ্যে হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেছেন লিটন কুমার দাস।

লিটন ৮৩ রান করে ফিরে গেলেও সেঞ্চুরির দিকে আগাচ্ছিলেন ইমরুল। ধীরে সুস্থেই টানা ২য় সেঞ্চুরি তুলে নিতে যাচ্ছিলেন তিনি। কিন্তু ৯০ রান করে সিকান্দার রাজার বলটি লং অফের উপর দিয়ে ছক্কা হাকাতে গিয়ে চিগুম্বুরার ক্যাচে তালুবন্দ হয়ে মাঠ ছাড়েন তিনি।

৪৩.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৪৭ রান। মুশফিক ৪০ ও মিঠুন ২৪ রান করেন।ফলাফল বাংলাদেশ ৭ উইকেটে বিজয়ী । লিটন ৮৩ ও ফজলে ০ রান করে ক্যাচ আউট হয়েছেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ