ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

মুশফিকুর রহিমের ব্যাট থেকে বিশাল ছক্কা, খেলাটি Live দেখুন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৪ ২১:২০:১৭
মুশফিকুর রহিমের ব্যাট থেকে বিশাল ছক্কা, খেলাটি Live দেখুন

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩২ ওভারে ২ উইকেটে ১৮১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

জিম্বাবুয়ে ইনিংসের শুরুতেই আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন। ইনিংসের পঞ্চম ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে হ্যামিলটন মাসাকাদজাকে ফেরান তিনি। মাসাকাদজা করেছেন ১৪ রান। ওয়ানডে ক্রিকেটে সাইফউদ্দিনের এটি দ্বিতীয় শিকার।

এরপর ‘ভয়ঙ্কর’ হয়ে উঠতে থাকা টেইলর-ঝুয়াও জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ১২তম ওভারের শেষ বলটি উড়িয়ে মারেন চেফাস ঝুয়াও। লং-অফে দাঁড়িয়ে থাকা ফজলে মাহমুদ ক্যাচটি নিতে ভুল করেননি। ঝুয়াওয়ের ব্যক্তিগত সংগ্রহ ২০ রান। দ্বিতীয় উইকেট জুটিতে ৫২ রানের পার্টনারশিপ গড়েন ব্রেন্ডন টেইলর ও চেফাস ঝুয়াও।

ইনিংসের ৩০তম ওভারে ব্রেন্ডন টেইলরকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমবার বোলিংয়ে এসেই উইকেটের দেখা পান রিয়াদ। ফেরার আগে টেইলর করেন ৭৫ রান। ওয়ানডেতে এটি তার ৩৫তম অর্ধশত। তৃতীয় উইকেট জুটিতে শন উইলিয়ামসের সঙ্গে ৭৭ রানের পার্টনারশিপ গড়েছেন টেইলর।

ইনিংসের ৩৮তম ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে শন উইলিয়ামসকে ফেরালেন সাইফুদ্দিন।। উইলিয়ামস করেছেন ৪৭ রান। চতুর্থে উইকেট জুটিতে ৪১ রানের পার্টনারশিপ গড়েন শন উইলয়ামস ও সিকান্দার রাজা।

এরপরেই বিধ্বংসী রূপে ব্যাট করতে থাকেন সিকেন্দার রাজা। দলীয় ২২৯ রানের মাথায় ৪৯ রানে মাশরাফি ফেরান রাজাকে। পরের ওভারেই পিটার মুরকে ফেরান মোস্তাফিজ। এলটন চিগুম্বুরাকে অাউট করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন সাইফ উদ্দিন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম, মুস্তাফিজুর রহমান

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সেফাস জুহোয়া, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), শেন উইলিয়ামস, পিটার মুর, এলটন চিগুম্বুরা, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুতা, কাইল জারভিস, তেন্ডাই চাতারা

খেলাটি লাইভ দেখতে এখানে ক্লিক করুন

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ