ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সব ঠিক-ঠাক, শেষ মুহুর্তে এসে একাদশে যে দুইজনকে নিয়ে গণ্ডগোল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৪ ১২:৪৫:১৯
সব ঠিক-ঠাক, শেষ মুহুর্তে এসে একাদশে যে দুইজনকে নিয়ে গণ্ডগোল

প্রথম ম্যাচে উল্লেখ্য টপ অর্ডারের ব্যর্থতা ছাড়া চোখে পড়ার মতো আর কোনো সমস্যাও নেই। শুধু দলের ২ কান্ডারি মাহমুদউল্লাহ ও মুশফিককে রানে ফিরতে হবে। আর ওপেনিংয়ে ইমরুলের পাশাপাশি লিটনকেও জ্বলে উঠতে হবে।

এতসব ভালো এবং সম্ভবনার খবরের মাঝেও ঢাকা থেকে চট্টগ্রামে আসা সাংবাদিকদের মাঝে বলা-বলি, দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজ হয়তো থাকছেন না। যদিও এ ব্যাপারে ক্যাপ্টেন মাশরাফি অনুশীলন চলাকালীন সময়ে একবার কথাও বলেছেন। জানিয়েছেন, কনুইয়ের ব্যথা নিয়েই ঢাকার ম্যাচ খেলেছেন ফিজ। তাই তার স্পেলের দুইটি ওভার করতে দেয়া হয়নি। এছাড়াও টাইগার পেসারের কাঁধের ব্যথাটাও নাকি এখনো রয়ে গেছে। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, দ্বিতীয় ম্যাচে জ্বর কাটিয়ে ফেরা রুবেল হোসেনকে দেখা যেতে পারে। সর্বশেষ তথ্যমতে এবং অনুশীলনে রুবেলে মুভমেন্ট থেকে মনে হয়ে তিনি শতভাগ ফিট। কিন্তু তারপরও অপেক্ষা করতে হবে ফিজিও রিপোর্টের জন্য।

সব কিছু মিলিয়ে বিবেচনা করলে টাইগার একাদশ যেমনটা দাঁড়ায়: লিটন কুমার দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মতুর্জা, নাজমুল ইসলাম, মোস্তাফিজুর রহমান/রুবেল হোসেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ