ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

খোলা চুলে ফের ভাইরাল শাহরুখ কন্যা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৪ ১২:২১:৩২
খোলা চুলে ফের ভাইরাল শাহরুখ কন্যা

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি সুহানার একটি ছবিটি পোস্ট করেছিল তার ফ্যান ক্লাব। ‘হোয়াট আ বিউটিফুল স্ক্রিন প্রেজেন্স’ মন্তব্য দিয়ে শুরু হয় প্রশংসা।

সেলেব্রিটি কিড সুহানার পরনে ছিল হট শর্টস আর একটা টি'শার্ট। পায়ে ছিল স্নিকারস। খোলা চুলে বন্ধুর সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ‘সানকিসড’ ছবিটি পোস্ট হতেই ফের ভাইরাল হয় এটি।

কেউ বলছেন, সুহানা আসলে ‘পোজিং’-এ অভ্যস্ত। মেকআপ ছাড়াই এই ১৮ বছরের তরুণীকে অত্যন্ত গ্ল্যামারাস লাগছে, এমনটাও মন্তব্য করেছেন অনেকেই।

ইংল্যান্ডে পড়াশোনা করছেন সুহানা। সেখানেই বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন পড়াশোনার ফাঁকেই। মাঝে মাঝেই পোস্ট হয় সেই সব ছবি। সম্প্রতি যে ছবিটি ভাইরাল হয়েছে, সেই ছবিটি সুহানার বিশ্ববিদ্যালয়েই তোলা ক্লাসের মাঝে। আর পাঁচটা কলেজের পড়ুয়াও যেমন ছাত্র জীবনে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন, সুহানাও তার ব্যতিক্রম নন।

ক্লাসের মাঝেই এক বন্ধুই তুলে দিয়েছেন এই ছবি। আর সেই ছবিটিই পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের অনেকেই বলেছেন, রোদ ঝলমল ছবিটিতে বন্ধুর পাশে সুহানাকে একেবারে ‘স্টানিং’ লাগছে।

সুহানা যদিও ভারতে এসেছেন। প্রিয় বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। ভাইরাল হয়েছে সেই ছবিগুলোও। সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া এবং চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যার সঙ্গে গিয়েছিলেন লাঞ্চে।

অনন্যা ও শানায়ার সঙ্গে শাহরুখ কন্যা সুহানার সেই ছবিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, তিন স্টার কিডের পোশাক নির্বাচনে প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে