ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

বাপের মত এইটুকুন হলে খবর আছে : মুশফিকের ছেলেকে মাশরাফি ভিডিওসহ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৪ ১১:৪৬:২৭
বাপের মত এইটুকুন হলে খবর আছে : মুশফিকের ছেলেকে মাশরাফি ভিডিওসহ

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে প্রথমবারের মত মাঠে আসেন মুশফিকের একমাত্র ছেলে। এ সময় ক্রিকেটারদের তথা মুশফিক-সতীর্থদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে পড়েন মায়ান। মুশফিকের বেঁটে আকৃতি নিয়ে ঠাট্টা করে এ সময় মাশরাফি বলেন, ‘বাবার মত এইটুকুন হলে কিন্তু খবর আছে!’

এমনটিই দেখা যায় সম্প্রতি মুশফিকের বাবার ফেসবুক প্রোফাইলে আপলোড করা এক ভিডিওতে; যেখানে মুশফিকের বাবা লিখেন- ‘এই প্রথম টাইগারদের ডেরায় মিস্টার মায়ান (জুনিয়র মুশফিক)।’

গত ৫ ফেব্রুয়ারি সকাল ৯ টা ২৮ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে জান্নাতুল কিফায়াত মন্ডি ও মুশফিকুর রহিমের প্রথম সন্তান জন্মগ্রহণ করেন। জন্মের কয়েকদিন পর মুশফিক সন্তানের নাম রাখেন মো. শাহরুজ রহিম মায়ান।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ