ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

৪র্থ বলে আবারও বাউন্ডারি হাঁকাতেই আউট আশরাফুল, দেখুন কত রানে ফিরলেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৩ ২২:৫২:২৩
৪র্থ বলে আবারও বাউন্ডারি হাঁকাতেই আউট আশরাফুল, দেখুন কত রানে ফিরলেন

৩১২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আশরাফুলের দল। ৪৫ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে উদ্ধার করে মার্শাল আইয়ুব ও শামসুর রহমানের জুটি। ব্যক্তিগত ৬৩ রান করে ফিরে যান শামসুর রহমান। এরপর ব্যাটিংয়ে আসেন মোহাম্মদ আশরাফুল।

শুরুটা আস্তে ধীরে করলেও হঠাৎ করেই আক্রমনাত্মক হয়ে উঠতে গিয়ে ভুলের বড় খেসারত দেন তিনি। শাহানুরের ৩ বলে ২ চার হাকানোর পর ৪র্থ বলে আবারও বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করলেই ক্যাঁচ আউটের ফাঁদে পড়েন তিনি। ১৯ বলে ১৪ রান করেই মাঠ ছাড়তে হয় তাকে।

দ্বিতীয় দিনের খেলা শেষে মেট্রোর সংগ্রহ ৮ উইকেটে ২৬৭ রান। সিলেটের হয়ে খালেদ একাই নিয়েছেন ৪ টি উইকেট। শাহানুর ২ টি ও এনামুল হক জুনিয়র ১ টি করে উইকেট নিয়েছেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ