ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

কালকের ম্যাচ একাদশে ফিরছেন রুবেল, এখনো অনিশ্চিত মোস্তাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৩ ২১:৫১:২৯
কালকের ম্যাচ একাদশে ফিরছেন রুবেল, এখনো অনিশ্চিত মোস্তাফিজ

অন্যদিকে জ্বর কাটিয়ে ভালো অবস্থায় ফিরছেন ডানহাতি পেসার রুবেল হোসেন। দ্বিতীয় ম্যাচে কে বা কারা খেলবেন সেটি ফিজিওর রিপোর্টের পরে জানা যাবে বলে মন্তব্য করেন মাশরাফি।

সংবাদ মাধ্যমের সাথে আলাপে টাইগার অধিনায়ক বলেন, ‘স্পেলে কোটার দশ ওভার শেষ করা গুরুত্বপূর্ণ কিছু নয়। ম্যাচ জেতাটাই গুরুত্বপূর্ণ। মোস্তাফিজের কনুইতে একটু ব্যথা আছে। তবে আজ (মঙ্গলবার) বোলিং করেছে। অনুশীলন শেষে ফিজিও রিপোর্টও দেবে। সেটার ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত।’

এসময় প্রথম ম্যাচে মোস্তাফিজকে শেষের দিকে বোলিং না করানোর কারণ ব্যখ্যা করে মাশরাফি বলেন, ‘যেটা বললাম কোটা শেষ করা গুরুত্বপূর্ণ না। পুরো কোটা শেষ করতে গেলে আমাদেরকেও অনেক কিছু খেয়াল রাখতে হয়। পরপর সিরিজ আসছে।

এরপর আবার টেস্ট ম্যাচও আছে। যারা টেস্ট খেলবে তাদের ওপর যেন চাপ না আসে, যদি আমরা ম্যাচ জেতার দিকে থাকি। এসব জিনিস চিন্তার মধ্যে থাকে। মোস্তাফিজ নিজে ব্যথার কথা বলছিল। নিজে বলছিল যে ব্যথা অনুভব হচ্ছে। বল করতে চাচ্ছিল না। তাই ওকে তখন সময় দেওয়া। বিশেষ করে বোলার যখন নিজে ফিল করে যে পারছে না। এছাড়া বাকিরা সবাই সুস্থই আছে। এখন সবাই ভালো আছে।’

রুবেলের ব্যাপারে মাশরাফি বলেন, ‘ওর শরীরটা খারাপ ছিল। আস্তে আস্তে ফিরছে। ভালো অবস্থায় আসছে। আজ (মঙ্গলবার) নেটে ফুল রান আপে বোলিংও করেছে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ