ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ব্যাট হাতে হাফসেঞ্চুরির পর বোলিংয়েও দুর্দান্ত সৌম্য

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৩ ২১:১৮:৫৯
ব্যাট হাতে হাফসেঞ্চুরির পর বোলিংয়েও দুর্দান্ত সৌম্য

সদ্য সমাপ্ত এশিয়া কাপ থেকে ফিরেই জাতীয় দলে জায়গা হারানো অলরাউন্ডার সৌম্য সরকার চলমান এনসিএলের প্রথম রাউন্ডে হাঁকিয়েছেন শতক। তৃতীয় রাউন্ডের দুই ইনিংসে অর্ধশতকের সাথে ইনিংসে তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। সেখান থেকে ফিরেই পরেন দিন বিসিবি একাদশের হয়ে জিম্বাবুয়ের সাথে একমাত্র প্রস্তুতি ম্যাচে আবার শতক। এবার আবার রান পেয়েছেন এনসিলের চতুর্থ রাউন্ড খেলেতে নেমেই। একই ম্যাচে পরে আলো ছড়ালেন বল হাতেও।

তবে কি ক্যারিয়ারের সেরা সময়টার মধ্য দিয়ে যাচ্ছেন সৌম্য সরকার? হবে হয়তো, তবে এমন সময়ে জাতীয় দলে জায়গা হারনোর জন্য নিজেকে কিছুটা অভাগা ভাবতেই পারেন এই অলরাউন্ডার। ব্যাটে-বলে আলো ছড়াচ্ছেন নিয়মিতই। কদিন আগেই এনসিলের তৃতীয় রাউন্ড শেষ করে পরের দিনই খুলনা থেকে রওনা করে সাভারের বিকেএসপিতে জিম্বাবুয়ে দলের সাথে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের নেতৃত্ব দিয়ে তুলে নিয়েছেন দুর্দান্ত শতক।

১৯ তারিখে সেই ম্যাচ খেলে ফিরেছেন আবার জাতীয় লিগে। খুলনাতে গতকাল (সোমবার) আবার মাঠে নেমেছেন খুলনা বিভাগের হয়ে। সেখানে টসে জিতে আগে ব্যাট করতে নেমে তুলে নিয়েছেন নিজের অর্ধশতক (৬৬ রান)। তবে ইনিংসটাকে অবশ্য তিন অংকে রূপ দিতে পারেননি সৌম্য। এরপর বিজয়ের সাথে তুষার ইমরানের হাফ-সেঞ্চুরির কল্যাণে রাজশাহীর বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৩০৯ রানের সংগ্রহ পায় খুলনা।

পরে ব্যাট করতে নেমে জবাবটা ভালোই দিচ্ছিলো রাজশাহী। দুই ওপেনার মাইশুকুর ও মিজানুরের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৬১ রানের পুঁজি পাই সফরকারীরা। ৪১ রানে থাকা মিজানুরকে ফেরান পেসার আল আমিন হোসেন। এর পরেই রাজশাহী শিবিরে আবার আঘাত হানেন সৌম্য, ৪ রান বাদেই ফেরান মাইশুকুরকে। পরে জুনায়েদ সিদ্দিকী ও ফরহাদ রেজা মিলে গড়েন ১০৪ রানের পার্টনারশিপ।

৪৭ রানে থাকা জুনায়েদকে বাঁহাতি স্পিনার মইনুল ইসলাম প্যাভিলিয়নের পথ ধরালে আবার দলের ত্রাতা হয়ে আসেন সৌম্য সরকার। দারুণ খেলতে থাকা ফরহাদ রেজাকে সাজঘরে পাঠান ব্যক্তিগত ৫৬ রানে। পরে ৫ উইকেট হারিয়ে খুলনার চেয়ে ১০৭ রান পিছিয়ে থেকে ২০২ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে রাজশাহী।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ