ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

এ কেমন অবিচারের শিকার ইমরুল, সেঞ্চুরি করেও একাদশে নিশ্চিত নন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৩ ২০:১৭:১৭
এ কেমন অবিচারের শিকার ইমরুল, সেঞ্চুরি করেও একাদশে নিশ্চিত নন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই পুরো ফিট হয়ে ওঠার কথা তামিম ইকবালের। টিম ম্যানেজমেন্টের বিশ্বকাপ ভাবনায় তিনিই এক নম্বর ওপেনার। তাঁর সঙ্গীর রেসে রয়েছে তিনটি নাম। দুটি প্রভাবশালী ইনিংস খেলে ইমরুল নাম লিখিয়েছেন সে তালিকায়। তবে তাঁর দুই প্রতিদ্বন্দ্বী লিটন দাশ ও সৌম্য সরকার। এ দুজনের প্রতি যে নীতিনির্ধারকদের অনুরাগ রয়েছে, সেটা ইমরুল নিজেও ভালো জানেন। এশিয়া কাপের ফাইনালে করা লিটনের সেঞ্চুরিকে অবলীলায় ‘স্পেশাল’ বলবেন যে কেউ।

২০১৫ বিশ্বকাপে সৌম্য সরকারের প্রতিপক্ষের ওপর প্রাধান্য বিস্তারকারী ইনিংসও ইংল্যান্ড বিশ্বকাপের আগে গুরুত্ব পাবে দল নির্বাচনী সভায়। সঙ্গে এ বাঁহাতির মিডিয়াম পেস বোলিং কিংবা মুশফিকুর রহিমের ব্যাক আপ কিপার হিসেবে লিটনের দক্ষতা—বিবেচনায় আসবে এমন অনেক কিছুই। নয়ত, বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সৌম্যকে রান পেতে দেখে প্রধান নির্বাচক কেন উৎসাহী হয়ে বলবেন, ‘সহসাই দলে ফিরবে সৌম্য।’

এমন নানা যুক্তিতে বারবার কপাল পুড়েছে ইমরুল কায়েসের। একবার তো রাগ করে বলেই দিয়েছিলেন ‘সবই ভাই আমার কপালের দোষ।’

ইংল্যান্ড বিশ্বকাপে লিটন কিংবা সৌম্যকে ঘিরে লোভ সম্বরণ করা সত্যিই কঠিন যে! শুধু আঁচ করা নয়, ইমরুল বিলক্ষণ জানেন। জানেন বলেই নিজেকে অন্য উচ্চতায় তুলে নেওয়ার নিরন্তর লড়াই-ই তাঁর ক্রিকেটজীবন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ