ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সাইফুদ্দিন সত্যিকারের অলরাউন্ডার : স্টিভ রোডস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৩ ১৬:৩৮:৫৫
সাইফুদ্দিন সত্যিকারের অলরাউন্ডার : স্টিভ রোডস

শুধু ইমরুল কায়েস ই নয় স্টিভ রোডস প্রশংসা করেছেন তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনের। রোডস বলেন, ‘চাপের মধ্যে থেকেও ইমরুল দারুণ ব্যাটিং করেছে। সে কেবল নিজেই খেলেনি, তরুণদের উপর থেকে সব চাপ নিজের কাঁধে নিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়েছে।

সাইফুদ্দিন সত্যিকারের অলরাউন্ডার। সে দারুণ সঙ্গ দিয়েছে। দেখুন সাকিব-তামিমসহ সিনিয়র ক্রিকেটারদেরকে আমরা অনেকদিন ধরেই একসঙ্গে পাইনা। তাই তরুণরা যেভাবে বাজে অবস্থা যেভাবে সামাল দিচ্ছে তাতে আমি গর্বিত।’

জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে জিতেছে বাংলাদেশ তাতে সন্তুষ্ট হওয়ার কোনই কারণ নেই। ব্যাটিংয়ের পর বোলিংয়েও শেষ দিকে হতাশ করেছে। তবু দলের ক্রিকেটারদের প্রশংসায় কোচ। সঙ্গে সতর্কবার্তাও দিলেন।

রোডস বলেন, ‘জিম্বাবুয়ে দীর্ঘদিন ধরেই কঠিন সময় পার করছে। একটি জয়ের জন্যে তারা হন্যে হয়ে আছে। ছেলেদের খেলায় আমি সন্তুষ্ট। চট্টগ্রামে খেলা কঠিন হবে। তবে যেকোন পরিস্থিতিতে খেলার জন্যে সবাইকে প্রস্তুত হতে হবে।’

প্রথম ম্যাচ জিতে সিরিজে লিড নিলেও, নির্ভার নন স্টিভ রোডস। পরের ম্যাচেই সিরিজ জয় নিশ্চিন্ত করতে চান এই ইংলিশ কোচ

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ