ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

প্রাচীন অলিম্পিক নিয়ে আরও কিছু মজার তথ্য

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৩ ১৬:৩৭:০২
প্রাচীন অলিম্পিক নিয়ে আরও কিছু মজার তথ্য

১. প্রায় নগ্ন

প্রাচীন অলিম্পিকের পুরুষ প্রতিযোগিরা প্রায় নগ্ন অবস্থায় অলিম্পিকের বিভিন্ন খেলা ও মল্লযুদ্ধে অংশগ্রহণ করতেন। এটাই ছিলো রীতি। কিন্তু নগ্ন কেন? এর সহজ উত্তর হলো পুরুষ শরীরের সুঠাম গঠন ও অবয়ব দেখানো। যা সহজ অর্থে ঈশ্বরের সৃষ্টির প্রতি সম্মান দেখানো বলে মনে করা হতো।

প্রতিযোগীরা শরীরে অলিভ ওয়েল মাখতেন। এতে তাদের দেহের সতেজতা প্রকাশ পেতো। ৬ষ্ঠ শতকে খেলোয়াড়দের মধ্যে সিংহ-চামড়া পরিধানের ঝোঁক দেখা দেয় কিন্তু শেষ পর্যন্ত তা জনপ্রিয় হতে পারেনি।

২. প্রথম পুরস্কার

প্রথম অলিম্পিক গেমস হয়েছিলো খ্রিস্টপূর্ব ৭৭৬ তে। সেখানে একটি ইভেন্ট ছিল, ১৯০ মিটার দৌড়। একে একে অলিম্পিকের ১৩টি আসর বসেছে একটি মাত্র দৌড় প্রতিযোগিতা নিয়েই। প্রথম অলিম্পিকের একমাত্র ইভেন্টে প্রথম বিজয়ীর নাম কোরবিস। গ্রিসের এলিস শহরের এই বাসিন্দা ছিলেন পেশায় ছিলেন একজন বেকারির কর্মচারী।ছবি-ইন্টারনেট

৩. বিজয়ীদের পদক:

অলিম্পিক বিজয়ীদের পুরস্কার দেবার রীতি তখন ছিল না। জলপাই পাতার মালা, ডাল ও পশমী পদক দেয়া হতো। বিজয়ীরা দেশে ফিরলে বীরের মর্যাদা পেতেন। তাদের ছবি আাঁকা হতো, ভাস্কর্য বানানো হতো।

৪. রেসলিং ও বক্সিং:

দৌড়ের পর গ্রিস অলিম্পিকে নতুন যে খেলা যুক্ত হলো সেটি , বক্সিং বা মল্লযুদ্ধ। এ খেলায় রেফারিরা প্রয়োজনে খেলোয়াড়দের চাবুক দিয়েও আঘাত করতে পারতেন।

৫. অলিম্পিক মাঠে পুরুষ ও নারী:

পুরুষদের মাঠে বিবাহিত নারীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা অমান্য করলে পাহাড়ের উপর থেকে ফেলে হত্যা করার নিয়ম ছিল। ইতিহাস এও বলে শুধুমাত্র অভিজাত পরিবারের নারীরা মাঠে যেতে পারতেন।

মেয়েদের জন্যও অলিম্পিকের পৃথক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। মজার বিষয় হলো, নারীদের প্রতিযোগিতায় পুরুষ দর্শকের প্রবেশাধিকার ছিলো।ছবি-ইন্টারনেট

যে কারণে প্রাচীন অলিম্পিকের বিলুপ্তি ঘটে:

রোমানরা গ্রিক জয় করার পর অলিম্পিকের কপালে নিষেধাজ্ঞা লাগে। রোমানরা মনে করতো, অলিম্পিক গেমস খ্রিষ্টানদের সংস্কৃতি-বিরুদ্ধ। ৩৯৩ খ্রিস্টাব্দে রোমান সম্রাট থিয়োডাস অলিম্পিক নিষিদ্ধ করেন। ১৫’শ বছর পর ১৮৯৬ সালে অলিম্পিক আবার চালু হয়।

প্রাচীন গ্রিস ও বিভিন্ন নগরে অলিম্পিক ছাড়া আরও বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা প্রচলিত ছিল। তবে দেবতা জিউসকে উৎসর্গ করা অলিম্পকই ছিলো সর্বাপেক্ষা সম্মানের আসর।

তথ্যসূত্র: থটকো

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ