ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ব্যাটিং ধ্বসেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৩ ১৬:৩৪:৪১
ব্যাটিং ধ্বসেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন মাশরাফি

চট্টগ্রামে মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি জানিয়েছেন, উইকেটের ধ্বস না পড়লে সাইফুদ্দিনের পরীক্ষা দেয়া হত না। গুরুত্বপূর্ণ পজিশন গুলোর ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে এমন অবস্থা হওয়া ইতিবাচক মনে করছেন তিনি। একই সাথে সুযোগ কাজে লাগাতে পেরেছে সাইফুদ্দিন, যাতে অনেক সন্তুষ্ট টাইগার অধিনায়ক।

'দেখেন দুদিকে চিন্তা করতে হবে। বরঞ্চ আমি আমার দিক থেকে খুশি হয়েছি যে সাইফউদ্দিনের রান করাটা। এই পজিশন গুলো দেখা। আমি আগেও বলেছি হয়তো উপযুক্ত পরিস্থিতি না। কিন্তু এ সমস্ত সুযোগ গুলো যদি না আসতো তাহলে কিন্ত ওদেরও আত্মবিশ্বাস বাড়ত না। আমাদেরও আত্মবিশ্বাসের লেভেল বাড়ত না,' বলেছিলেন মাশরাফি।

১৭ রানে দুই উইকেট, এরপর মুশফিক-ইমরুলের ৪৯ রানের জুটি। আবার ইমরুল-মিথুনের ৭১ রানের জুটি। কিন্তু এর পরেই দ্রুত উইকেট পতন। ১৩৯ রানে ছয় উইকেট নেই বাংলাদেশ দলের। কিন্তু সেখান থেকে দলকে বিশাল সংগ্রহ এনে দিতে সাহায্য করেছিলেন সাত নম্বরে নামা সাইফুদ্দিন।

খেলেছিলেন ব্যক্তিগত ৫০ রানের ইনিংস। ইমরুলের সাথে গড়েছিলেন ১২৭ রানের জুটি। দলের ক্রিকেটারদের কাছ থকে এমনই কিছু চেয়েছিলেন মাশরাফি। জানিয়েছিলেন, বিশ্বের শক্তিশালী দলগুলোর ব্যাটিং লাইন আপ অনেক বেশি শক্তিশালী। প্রথম সারির ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও খেলা শেষ করে আসার ক্ষমতা তাঁদের শেষ সারির ব্যাটসম্যানদেরও রয়েছে।

কিন্তু বাংলাদেশ দল এখনও সে রকম শক্তিশালী ব্যাটিং লাইন আপ গড়ে তুলতে পারেনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে সে দিক থেকে কিছুটা সফল ছিল বাংলাদেশ। তাই কিছুটা সন্তুষ্ট টাইগার অধিনায়ক।

'অনেক সময় যেটা হয় অন্যান্য দলে, টপ অর্ডারে রান হলে মিডল অর্ডারে সফল হয় না। আমাদের ক্ষেত্রে লেট মিডল অর্ডারও ব্যর্থ থাকে। এবার সেখান থেকে ফিরে আসতে পেরেছি। এটা কিন্তু আমাদের ওপেরে যেতে সহায়তা করবে। সব সময় যদি আপনি মুশফিক-রিয়াদ পর্যন্ত গিয়ে খেলা শেষ করেন এবং বড় স্টেজে গিয়ে যখন এটা হবে না তখন কিন্তু টিম ডাউন হয়ে যায়।

'এটা একদিক থেকে ভালো। মিডল অর্ডারের পরও যে লেট মিডল অর্ডার এক্সপোজ হয়েছে সেটা ভালো। ওরা রান করেছে। আবার পরপর তিন উইকেট পড়াটা আইডল না। সবাই রানে আছে। ওদের রানে ফেরাটা সময়ের ব্যাপার।'

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ