ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

মাশরাফির বিবেচনায় আছেন যে ২ জন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৩ ১৬:৩০:০৯
মাশরাফির বিবেচনায় আছেন যে ২ জন

দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম। সে লক্ষে চট্টলায় অবস্থান করছে টিম টাইগারস। আর সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন দলনেতা মাশরাফি। সাংবাদিকরা জানতে চেয়েছেন দলে কোনো পরিবর্তন আসবে কিনা?

জবাবে ক্যাপ্টেন বলেন, ‘বলা এখনো কঠিন। দু’জন এখনো বাইরে আছে। শান্ত-আরিফ। রনিও আছে। এখনো ধরেন তারা ম্যাচে বিবেচনা আছে। তারপরে ও যারা খেলছে হুট করে তাদেরকে সরিয়ে দেয় কঠিন। এখানে কোচ আছে নির্বাচকরা আছে। ওনাদের মতামতের ব্যাপার আছে। এখনো তো ধরেন ২৪ ঘন্টার বেশি সময় হাতে আছে। অথবা অনুশীলন শেষে সন্ধ্যার পরে বলা যাবে।’

বিশেষ করে আরিফুল হকের প্রতি মাশরাফি জোর দিয়েছেন বেশি। ম্যাশ বলেন, ‘দেখেন সেই এশিয়া কাপ থেকে দলের সাথে আরিফ। কিন্তু এখনও পর্যন্ত ও একাদশে জায়গা পায়নি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ