ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

আমার একটু সময়ের দরকার- মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৩ ১৫:১৮:২৬
আমার একটু সময়ের দরকার- মাশরাফি

তবে এরপরেও মাত্র এক ফরম্যাটে খেলার সুযোগ আছে বিধায় জিম্বাবুয়ে সিরিজে খেলছেন তিনি। এশিয়া কাপ থেকে ফিরে গ্রোন ইনজুরির কারণে প্রায় তিন সপ্তাহ অনুশীলন না করতে পারা মাশরাফি সংবাদ সম্মেলনে নিজের বর্তমান অবস্থা প্রসঙ্গে বলেছেন,

'আমার একটু সময়ের দরকার। প্রায় তিন সপ্তাহ তো অনুশীলন করতে পারি নি। আমি হয়তো ব্রেক নিয়ে থাকতে পারতাম। কিন্তু আমি আসলে এক ফরম্যাট খেলি থাকি।'

জিম্বাবুয়ে সিরিজের পর তিন থেকে চার সপ্তাহের একটি বিরতি পাচ্ছেন মাশরাফি। আর এই সময়টায় নিজেকে ফিট করতে কাজ চালাবেন তিনি বলে জানিয়েছেন। নিজের শক্তিমত্তা নিয়েও কাজ করার ইচ্ছা তাঁর। বলেছেন,

'এই সিরিজের পরেই তিন-চার সপ্তাহ ব্রেক আছে। কিছুটা ট্রিটমেন্টের দরকার, আর কিছু স্ট্রেন্থের কাজ করলে আশা করি ঠিক হবে।'

টাইগার দলপতি আরও যোগ করেন, 'একটা গ্রোন ছিল, আবার বল লেগেছে দুইটা। ফিজিও খুব ভাল ট্রিটমেন্ট করেছে। এখন মোটমুটি ম্যানেজ করার মত অবস্থায় আছে। আসলে সেখান (এশিয়া) থেকে এসে হয়ে ওঠে নি, কিন্তু আমি এর থেকেও ভাল ফিটনেস নিয়েও খেলি আমি।'

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ