ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

বিশ্বকাপের সম্ভাব্য টিম কম্বিনেশন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৩ ১২:৪৮:০৭
বিশ্বকাপের সম্ভাব্য টিম কম্বিনেশন

দলে বেশিরভাগ ক্রিকেটারেরই একটি নির্দিষ্ট পজিশন রয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর মতে যে তিন নম্বর পজিশনের জন্য এতদিন কথা উঠে আসছে সেখানেও নির্বাচকদের হাতে খুব বেশি অপশন নেই। কেননা এরই মধ্যে সেখানে জায়গা অনেকটা পাকা করে নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। পাপন বলেন,

'আমরা তিন নম্বর নিয়ে কথা বলছি, আপনারা যদি দেখেন সেখানে কিন্তু খুব বেশি অপশন নেই। তিনে এরই মধ্যে সাকিব খেলতে চায়। আর সে যদি খেলে তাহলে তো তিনেই খেলছে।'

পাপন আরও জানান সাকিবের পরের স্থানটিই মুশফিকের জন্য বরাদ্দ হওয়ায় এই স্থানেও পরিবর্তনের সুযোগ নেই। পাশাপাশি এশিয়া কাপে দারুণ পারফর্ম করা মোহাম্মদ মিথুনকেও পাঁচ নম্বরের যোগ্য ব্যাটসম্যান হিসেবে বিবেচিত করা হচ্ছে। আর মিথুনের পর ছয় নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদই খেলে আসছেন দীর্ঘ দিন থেকে। পাপন বলেন,

'চারে মুশফিক নির্দিষ্ট। পাঁচে মিথুন খারাপ খেলছে না। সে যেহেতু ভাল খেলছে তাই তাঁকে বেশি নাড়াচাড়া করা হবে বলে আমার মনে হয় না। ছয়ে অবশ্যই রিয়াদ খেলবে। সুতরাং এখানে ছয় জন চলে গেল, আর এবার আপনি চার জন বোলার বাদ দেন তাহলে দেখবেন একটি খেলোয়াড়ের জায়গা নিয়েই কিন্তু সবকিছু হচ্ছে। যত কিছুই পরীক্ষা নেয়া হচ্ছে সবকিছু একজনকে নিয়েই করছে।'

তবে এরপরেও একটি জায়গা অবশ্য খালিই থাকছে। আর সেটি হল সাত নম্বর। সুতরাং এই পজিশনটি নিয়েও পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান। এক্ষেত্রে একজন অলরাউন্ডারকে খেলানোর সম্ভাবনা রয়েছে বলে আভাস দিয়েছেন তিনি,

'ছয় ও চার মিলে দশ জন হল। এরপর আমাদের আরও একটি জায়গা আছে। এখন সেখানটায় কে খেলবে সেটি নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। অলরাউন্ডার খেলবে নাকি সেটাও দেখা হচ্ছে,' বলেন পাপন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ