ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

বাংলাদেশ জাতীয় দলে অাবারে নিয়মিত হচ্ছেন সৌম্য এবং তুষার ইমরান যা বললেন পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৩ ১২:৩৭:৪৫
বাংলাদেশ জাতীয় দলে অাবারে নিয়মিত হচ্ছেন সৌম্য এবং তুষার ইমরান যা বললেন পাপন

বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘তামিম-সাকিব না থাকায় আমাদের সবচেয়ে ডিপেন্ডেবল ব্যাটসম্যান মুশফিক ও রিয়াদের রানে ফিরে আসা জরুরি। তবে আমরা হাতে গোনা একটা-দুটো প্লেয়ারের ওপর নির্ভরশীল না। অন্যরাও প্রয়োজনের সময় এগিয়ে আসছে।’

জাতীয় ক্রিকেট লিগ আর জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ভালো করেছেন সৌম্য সরকার। বোর্ড সভাপতি জানালেন, যেকোনো সময় দলে ফিরবেন সৌম্য। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছোটানো তুষারও বিবেচনায় আছেন টেস্টের জন্য। তবে নাজমুল হাসান জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটারদের চেয়ে তরুণদের নিয়েই বেশি ভাবছেন তারা।

পাপন বলেন, ‘সাকিব যেহেতু নেই সেক্ষেত্রে তারা একটা অপশন দেখতে পারে। এখনও স্কোয়াড ফাইনাল হয়নি। তবে ওদের স্কোয়াডে থাকার সম্ভাবনা আছে।’

ওয়ানডে র‌্যাংকিংয়ে সম্মানজনক অবস্থানে আছে বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে টাইগাররা। কিন্তু ২০২০ থেকে শুরু হবে নতুন র‌্যাংকিং। শুরু হবে শূন্য থেকে। এ নিয়ে কিছুটা চিন্তিত বোর্ড সভাপতি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ