ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ফেলে দেওয়া হেলমেট দিয়ে খেলেই বদলে গেলেন ইমরুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৩ ১২:১২:৫৬
ফেলে দেওয়া হেলমেট দিয়ে খেলেই বদলে গেলেন ইমরুল

ডাক পাচ্ছিলেন কিন্তু জাতীয় দলে নিয়মিত হতে পারছিলেননা ইমরুল। এরপর এশিয়া কাপে হঠাৎ ডাক পেলেন । নিজের প্রথম ম্যাচে করলেই অসাধারন এক সেঞ্চুরি। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষেও খেলেন নিজের ক্যারিয়ার সেরা এক ইনিংস। তবে তার এই বদলে যাওয়ার পেছনে না কি রয়েছে ভিন্ন এক গল্প। এমনটাই জানিয়েছেন ইমরুল স্বয়ং নিজেই।

এশিয়া কাপে নাকি মাঠে নেমেছিরেন দুই বছর আগের হেলমেট মাথায় দিয়ে। যেখানে রয়েছিল বাংলাদেশের পতাকা। আর তারপর প্রত্যেক ম্যাচেই না কি এই হেলমেট দিয়ে খেলেছিলেন তিনি। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচেও সেই হেলমেট পরেই খেলতে নামেন ইমরুল। জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসটি যে হেলমেট পরে খেলেছেন, সেটি যেমন অনেক দিন পড়েছিল ইমরুলের ঘরের কোণে।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরুল বলেন, “এই হেলমেট পরে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলাম (২০১৬ সালে ১১৯ বলে ১১২)। এরপর হেলমেটটি নড়বড়ে হয়ে গিয়েছিল একটু। ফেলে রেখেছিলাম। এবার এশিয়া কাপে খেয়াল করেছিলেন না, হেলমেট বেশ সমস্যা করছিল আমার। পরে এই হেলমেটের কথা মনে পড়ল। একটু ঠিকঠাক করে আবার পরতে শুরু করলাম। এখন তো মনে হচ্ছে, এটি আমার লাকি হেলমেট!”

তাহলে কি এই হেলমেটেই ক্যারিয়ারের মোড় পরিবর্তন হয়েছে ইমরুলের। সে কথা সত্যি হোক বা না হোক টাইগার ভক্তরা অবশ্যই চাইবেন এমন ইমরুলকেই বার বার দেখতে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ