ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

আশরাফুলের ঘূর্ণিতে অলআউট সিলেট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২৩ ১১:৩৫:০৩
আশরাফুলের ঘূর্ণিতে অলআউট সিলেট

বাঁধা হয়ে দাঁড়িয়ে চমক দেখালেন আশরাফুল। ৮৯ রানের জুটিটি ভাঙ্গেন কাজী অনিক। তার বলে আউট হয়ে সাঝঘরে ফেরেন ইমতিয়াজ হোসেন তান্না। অনিকের পরই সিলেট শিবিরে আঘাত হেনে থামিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন আমি সেই আশরাফুল। শাহনাজ আহমেদ ফেরান তিনি।

এরপর থেকেই উইকেট হারাতে থাকে সিলেট। এরপর শাহনুর ও আবু জায়েদ ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে যান। তবে তাদের জুটিতে বাঁধা হয়ে দাঁড়ান অনিক-আশরাফুল জুটি। ৫৪ রান করা শাহনুরকে ফেরান অনিক। অন্যদিকে ২৬ রান করে আশরাফুলের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন জায়েদ।

এরই ফলে প্রথম দিন শেষে ৯ উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করে সিলেট। আজ সে থেকে শুরু করে স্কোরবোর্ডে ২০ রান যোগ করতেই অলআউট হয় সিলেট।ঢাকা মেট্রোর হয়ে আশরাফুল, অনিক ও আরাফাত সানি নেন দুইটি করে উইকেট।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ