ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

আমিরাত লীগে খেলার জন্য ছাড়পত্র চেয়েছেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২২ ২২:০০:২৭
আমিরাত লীগে খেলার জন্য ছাড়পত্র চেয়েছেন সাকিব

আগামী ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি দুবাই, শারজাহ ও আবু ধাবিতে হবে ইউএই টি২০এক্স নামের এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের আগে সময় আছে আর দুই মাস। অস্ট্রেলিয়ায় চিকিৎসা শেষে গত ১৪ অক্টোবর দেশে ফিরে সাকিব বলেছিলেন, সেরে উঠতে তিন মাস বা আরও বেশি লেগে যেতে পারে। আবার আঙুলে শক্তি ফিরলে আগামী মাসেও খেলায় ফিরতে পারেন।

কোন ভাবনা থেকে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার অনুমতি চেয়েছেন সাকিব? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কিন্তু বলিনি যে খেলবই। সেটা বলতেও পারি না। আগেই বলেছি, আঙুল ঠিক হলে আগামী মাসে খেলতে পারি। ঠিক না হলে যতদিন লাগে, ততদিন পরেই ফিরতে হবে। আমি তো সুস্থ হলেই খেলব, সুস্থ না হলে কিভাবে খেলব?’

‘আমি পেশাদার ক্রিকেটার। সুস্থ থাকলে একটা টুর্নামেন্টে খেলতে চাইতেই পারি। আঙুলের অবস্থা ভালোর দিকে। অনুমতি চেয়েছি স্রেফ অপশন রাখতে। ততদিনে সুস্থ হয়ে উঠলে এবং যদি সুযোগ থাকে, তাহলে যেন খেলতে পারি। প্লেয়ার্স ড্রাফটে নাম দিতে হলে বোর্ডের এনওসি (অনাপত্তিপত্র) লাগবে এখন, এজন্যই আবেদন করেছি। বোর্ডের কাছে মেইলে আমি সব ব্যাখ্যা করেই বলেছি।’

তবে বিসিবি সেই অনুমতি দেবে কি না, সেটি সময়ই বলে দেবে। বিশেষ সূত্র জানিয়েছে, সাকিবকে এই টুর্নামেন্টে খেলার অনুমতি দিতে চায় না বিসিবি।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সোমবার (২২ অক্টোবর) সাংবাদিকদের জানিয়েছেন, এ বছরই আরব আমিরাতে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে সে (সাকিব) এনওসি চেয়ে আবেদন করেছে। তবে এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। এক-দু’দিন পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আঙুলে চোট পেয়ে দীর্ঘ মেয়াদে চিকিৎসার জন্য দলের বাইরে আছেন সাকিব। গত মাসে এশিয়া কাপের সময় আঙুলে ইনফেকশন দেখা দেয়। ঢাকায় জরুরি অস্ত্রোপচারের আগে তিনি অস্ট্রেলিয়া থেকে চেক-আপ করে এসেছেন। গত সপ্তাহে তিনি দেশে ফিরে জানিয়েছেন, কতটা দ্রুত তিনি আঙুলের ইনফেকশন থেকে সেরে ওঠেন তার ওপর নির্ভর করছে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা। সম্ভবত আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে দলে ফিরতে পারবেন সাকিব।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ