ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ইমরুল কায়েসের ‘পটু’ নামের পেছনের গল্প জানেন কি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২২ ১৫:২৬:১৪
ইমরুল কায়েসের ‘পটু’ নামের পেছনের গল্প জানেন কি

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেরা ১৪৪ রানের ইনিংস খেলার পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন ইমরুল কায়েস। সেই সময় প্রশ্ন ছিল ইমরুলকে কেন ‘পটু’ নামে ডাকা হয়? জবাবে তিনি বলেন,

‘ঢাকা লিগে ভিক্টোরিয়া দলে শাহীন নামে একটা লেগ স্পিনার ছিল। তাকে আমি মজা করেই ‘পটু’নামে ডাকতাম। সেটা কিভাবে কনভার্ট হয়ে আমার নাম হলো তা আমি নিজেও জানি না।’

নামে ‘পটু’ হলেও কথায় ততোটা পটু নন কায়েস। কারণ জাতীয় দলে এই ইমরুলই বারবার অবহেলিত হয়েছেন। ১০ বছরের ক্যারিয়ারে কখনো ধারাবাহিক হতে পারেননি। যতবার বার জায়গা হারিয়েছেন ততবার নিজের সঙ্গে লড়াই করে দলে ফিরেছেন তিনি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ