ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

কোচের আস্থার প্রতিদান দিলেন ২১ বছর বয়সী এই অলরাউন্ডার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২২ ০৯:২৬:০০
কোচের আস্থার প্রতিদান দিলেন ২১ বছর বয়সী এই অলরাউন্ডার

সাইফুদ্দিন দলে সুযোগ পেয়েছিলেন কোচ স্টিভ রোডসের সুপারিশে। তিনিই ৭ নম্বর পজিশনে সাইফুদ্দিনের মতোই কাউকে খুজছিলেন। আর দলে সুযোগ পেয়েই কোচের আস্থার প্রতিদান দিলেন ২১ বছর বয়সী এই অলরাউন্ডার।

গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের মাধ্যমে ওয়ানডেতে অভিষেক হয় সাইফউদ্দিনের। ক্যারিয়ারের প্রথম ম্যাচে ব্যাট হাতে ১৬ রান করে বল হাতে কোনো উইকেট পাননি। গত জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন এই তরুণ ক্রিকেটার। সেই ম্যাচেও খুব একটা ভালো করতে পারেননি।

কিন্তু সামনে বিশ্বকাপ। এখন থেকেই দল গোছানোর পরিকল্পনা করছে নির্বাচকরা। দলে একজন নির্ভরযোগ্য পেস অলরাউন্ডার খুঁজছেন নির্বাচকরা। যিনি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে দলের জন্য ভূমিকা রাখতে পারবেন। যার জন্য সাইফউদ্দিনকে পরখ করে দেখতে জিম্বাবুয়ের বিপক্ষে দলে নিয়েছেন নির্বাচকরা।

রবিবার মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলের নিয়মিত পেস বোলার রুবেল হোসেনের অসুস্থতার সুবাদে একাদশে জায়গা পান সাইফউদ্দিন। আর জায়গা পেয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দিলেন তিনি।

দল যখন নিয়মিত উইকেট হারাচ্ছিল তখন ব্যাট হাতে ইমরুলকে সঙ্গ দতে মাঠে নামেন সাইফউদ্দিন। তুলে নেন আন্তজার্তিক ক্যারিয়ারের প্রথম অর্ধশত। ৫০ রান করে আউট হন তিনি। সাইফউদ্দিন শুধু হাফ সেঞ্চুরিই করেননি। সপ্তম উইকেট জুটিতে ইমরুল কায়েসের সঙ্গে ১২৭ রানের পাটর্নারশিপ গড়েন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ