ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচ শেষে যা বললেন ইমরুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২২ ০৬:৩৯:৪০
ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচ শেষে যা বললেন ইমরুল

জিম্বাবুয়ের বিপক্ষে রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪০ বলে ১৪৪ রানের ইনিংস খেলেন ইমরুল কায়েস। ওয়ানডে ক্রিকেটে নিজের ক্যারিয়ার সেরা এই ইনিংস খেলার মধ্য দিয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে মুশফিকুর রহিমকে স্পর্শ করেছেন কায়েস।

তামিম নেই, সাকিব নেই। ওপেনিংয়ে দারুণ সমস্যা। সুতরাং, জিম্বাবুয়ে সিরিজে ইমরুলই বড় ভরসা।সেই ভরসার যে আস্থাটা ছিল, সেটার দারুণ প্রতিদান দিলেন ইমরুল কায়েস। নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস খেলে। ১৪০ বলে ১৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। ১৩টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কার মার মেরে।

একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস খেলার দিক থেকে বাংলাদেশে শীর্ষে তামিম ইকবাল। তিনি ২০০৯ সালের আগস্টে বুলাওয়ে স্টেডিয়ামে এই জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন।

সবশেষ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১৪৪ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। ১৪৪ রানের ইনিংস নিয়ে তামিম ইকবালের পরে যৌথভাবে দ্বিতীয় পজিশনে আছেন ইমরুল ও মুশফিক। ১৩৪* রানের ইনিংস খেলে তৃতীয় অবস্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দূর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ শেষে ইমরুল বলেন, ‘আমি আমার সর্বাত্মক দিয়ে চেষ্টা করেছি যখন আমি ব্যাটিংয়ে ছিলাম। এটা ব্যাটিং সহায়ক উইকেট ছিল না। আমি শুধু ধৈর্য্য ধরে রেখেছিলাম। আমার এবং মিঠুন পার্টনারশিপটা খুব ভালো ছিল। আমার মনে হয়েছে আমাকে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করতে হবে। এর আগে ভিন্নধর্মী কোনো কিছুর চেষ্টা করার প্রয়োজন নেই। যাই হোক দিন শেষে দলের জয়ে ভূমিকা রাখতে পেরেছি।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ