ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

মিরাজের আঘাতএর পরের ওভারেই দুর্দান্ত রানাআউটে চাপে জিম্বাবুয়ে, খেলাটি LiVE দেখুন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২১ ২১:১৫:৩৬
মিরাজের আঘাতএর পরের ওভারেই দুর্দান্ত রানাআউটে চাপে জিম্বাবুয়ে, খেলাটি LiVE দেখুন

১৪০ বলে ছয়টি ছক্কা এবং ১৩ টি চার এর সাহায্যে ১৪৪ রান করে আউট হন ইমরুল। ইমরুল কায়েসের ১৪৪ রানের উপর ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

২৭২ রানের টার্গেট এখন ব্যাট করছে জিম্বাবুয়ে দল। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তোলেন সেফাস জুহোয়া। বাংলাদেশ ক্রিকেট ভক্তদের ভয় ধরিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তাকে বেশি দুর যেতে দেন নি মোস্তাফিজ। দলীয় ৪৮ রানের মাথায় মোস্তাফিজ নিজের দ্বিতীয় বলেই ২৪ বলে ৩২ রান করা সেফাস জুহোয়াকে বোল্ড করেন।

বিপদজনক হওয়ার অাগে ব্রেন্ডন টেলরকে বোল্ড করেন নাজমুল অপু। এরপরেই দলীয় ৬৩ রানের মাথায় হ্যামিল্টন মাসাকাদজাকে ২১ রানে রান অাউট হলে চাপে পড়ে জিম্বাবুয়ে। কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা এবং ক্রেগ আর্ভিন।

কিন্তু রাজাকে দাঁড়াতে দেননি নাজমুল অপু। দলীয় ৮৮ রানের মাথায় ৭ রান করা সেকেন্দার রাজা কে বোল্ড আউট করলেন নাজমুল অপু।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ ওভারে ৭ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম, মুস্তাফিজুর রহমান

জিম্বাবুয়ে : হ্যামিল্টন মাসাকাদজা, সেফাস জুহোয়া, ক্রেগ আর্ভিন, ব্রেন্ডন টেলর, শেন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুতা, কাইল জারভিস, তেন্ডাই চাতারা

ইউটিউব থেকে খেলাটি লাইভ দেখতে এখানে ক্লিক করুন….

অনলাইনে রেবিটহোল্ড বিডি থেকে খেলাটি লাইভ দেখতে এখানে ক্লিক করুন…

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ