ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

‘রান তোলা ২/৩ ওভারের ব্যাপার, যদি থাকোস পারবি, না থাকলে পারবি না’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২১ ২১:০১:৪৯
‘রান তোলা ২/৩ ওভারের ব্যাপার, যদি থাকোস পারবি, না থাকলে পারবি না’

হঠাৎ এশিয়া কাপে ডাক পেয়ে দলে এসে কি অসাধারণ কাম ব্যাকই না করলেন ইমরুল কায়েস। নিজের ৩য় সেঞ্চুরির সাহায্যে ১৪৪ রানে আউট হওয়ার আগে ঝলমলে এক ইনিংস খেলে প্রায় একাই টেনে তুলেছেন ব্যাটিং বিপর্যয়ে ধুকতে থাকা বাংলাদেশ দলকে।

সাথে ওয়ানডেতে বাংলাদেশের ২য় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন মুশফিকের সাথেই(১৪৪)। চোখে লাগার মত দারুন এক উদযাপনে সেঞ্চুরী টা উৎসর্গ করেছেন সদ্যজাত ছেলেকে।

১৩৯ রানে ৬ উইকেট.. এই যখন অবস্থা, সাইফুদ্দিনকে সাথে নিয়ে ১২৭ রানের অসাধারণ এক পার্টনারশীপে বাংলাদেশকে শক্ত একটা স্থানে নিয়ে গিয়েছেন। সাথে ঠান্ডা মাথায় অনবদ্য এক ইনিংস খেলা সাইফুদ্দিন নিজের ৪র্থ ম্যাচেই পেয়েছেন প্রথম হাফ সেঞ্চুরি। ইনিংস শেষে বাংলাদেশের ৫০ ওভারে সংগ্রহ ২৭১-৮।

“ক্রিকেট একটা কঠিন খেলা” মন্তব্য করা মানুষটা এতো সহজেই দারুন সব ক্রিকেটিং শটে আজ মুগ্ধ করেছেন সবাইকে ।

আশাকরি বাংলাদেশ ভাল ব্যবধানেই জিতবে…

আশাকরি পুরো সিরিজ জুড়ে এই রানের ধারাবাহিকতা অব্যাহত রেখে ২০১৯ বিশ্বকাপের জন্য নিজেকে আরো পরিণত করবেন কায়েস। শুভকামনা

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ