দেখুন কত বছর পর ইমরুল সেঞ্চুরি করলেন

বাংলাদেশঃ ১৯৯/৬ (৪২ ওভার)
ইমরুল ১০০*, সাইফুদ্দিন ২৭
কাইল জারভিস ৩/১৫
সন্তোষজনক সূচনা করতে ব্যর্থ হন ইমরুল ও লিটন। প্রথম পাঁচ ওভারেই রান আউটের সুযোগ দিয়েছিলেন সফরকারীদের। ক্যাচ তুলেছিলেন লিটন, রক্ষা পেয়েছেন অল্পের জন্য। কিন্তু শেষ রক্ষা হয়নি।
ষষ্ঠ ওভারে টেন্ডাই চাতারাকে মিড অফের ওপর দিয়ে ৩০ গজ ছাড়া করতে গিয়ে ক্যাচ আউট হন লিটন। লেন্থ বলকে স্টেপ আউট করে বাউন্ডারি আদায় করে নিতে চেয়েছিলেন তিনি। টাইমিংয়ের গড়বড় বিপদ ডেকে আনে লিটনের।
রাব্বির তিক্ত অভিষেকঃ লিটনের বিদায়ে তিন নম্বরে কঠিন পরীক্ষা দিতে নামে অভিষিক্ত ফজলে রাব্বি। পরীক্ষাটা আরও কঠিন করে তুলেন লাইন লেন্থ খুঁজে পাওয়া চাতারা। লিটনকে ষষ্ঠ ওভারে বিদায় করে একই ওভারে ব্যাক অব অ্যা লেন্থ থেকে লাফিয়ে ওঠা বলে কিপার টেইলরের হাতে শুন্য রানে ধরা পড়েন তিনি। এক ওভারে ডাবল স্ট্রাইকে বাংলাদেশকে ১৭ রানে দুই উইকেটের দলে পরিনত করে ছাড়েন চাতারা।
অসময়ে উইকেটের পতনঃ ইমরুল ও মুশফিকের জুটি ফুলে ফেঁপে উঠছিল, ঠিক তখনই বড় ধাক্কা খায় বাংলাদেশ। সময়ে ইনফর্ম মুশফিককের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তরুণ লেগি ব্র্যান্ডন মাভুটার লেগ সাইডের নিরীহ বলে ব্যাট ছুঁইয়ে আউট হন নিয়ন্ত্রিত ইনিংস খেলতে থাকা মুশফিক। ২০ বলে ১৫ রান করে ইনিংসের ১৫তম ওভারে দলীয় ৬৬ রানে আউট হন তিনি।
ইমরুলের ফিফটিঃ মুশফিক ফিরলেও ইনিংসের ২০তম ওভারে ব্যক্তিগত অর্ধশত পূর্ণ করেন ইমরুল কায়েস। ৫টি চার ১টি ছয়ে অর্ধশত পূর্ণ করেন তিনি।
জারভিসের ম্যাচ ঘুরানো স্পেলঃ মুশফিকের বিদায়ে মিথুনকে নিয়ে রানের চাকা সচল রেখেছিলেন ইমরুল কায়েস। জুটি গড়ে বাজে বলকে শাসন করে বাংলাদেশকে সঠিক পথে ফেরান ইমরুল। উইকেটে কিছু সময় কাটিয়ে স্পিনাদের ওপর চড়াও হন মিথুন। কিন্তু বোলিং বদলে উইকেট আদায় করে নেন জিম্বাবুয়ের অধিনায়ক। জারভিসের ক্রস সিম ডেলিভারিকে থার্ড ম্যানে খেলতে গিয়ে কট বিহাইন্ড হন ৩৭ রান করা মিথুন।
উইকেটে জমে যাওয়া মিথুনের বিদায়ের পর অভিজ্ঞ রিয়াদের ব্যাটেই চেয়ে ছিল বাংলাদেশ। কিন্তু ২৮ ওভারে মিথুনকে ফিরিয়ে নিখুঁত লাইন লেন্থে রিয়াদকেও শুন্য রানে আউট করেন জিম্বাবুয়ের এই ফ্রন্ট লাইন পেসার।
একই স্পেলের পরের ওভারে এসে ফিফথ স্ট্যাম্পে বল করে ফাঁদে ফেলেন সর্বশেষ স্বীকৃত ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজকে। অন্য প্রান্তে ৭৩ রানে অপরাজিত ইমরুল সতীর্থদের আসা যাওয়া দেখছিলেন।
উপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় উইকেটে জমে যাওয়া এক মাত্র ব্যাটসম্যান ব্যাটসম্যান ইমরুল কায়েসের ব্যাটে চেয়ে ছিল বাংলাদেশ। তরুন অলরাউন্ডার সাইফুদ্দিনকে নিয়ে জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন তিনি। একই সাথে ব্যক্তিগত সেঞ্চুরির পথে এগোতে থাকেন তিনি।
ইনিংসের ৪৩তম ওভারে এসে ত্রিপানোর বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন ইমরুল। ১১৮ বল খেলে ৮টি চার ও ৩টি ছয়ে দলের প্রয়োজনে অসাধারণ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এর আগে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন তিনি।
বাংলাদেশ একাদশ-
লিটন কুমার দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ-
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চিপাস ঝুয়াও, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুটা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি