ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

পরিসংখ্যানে বাংলাদেশ-জিম্বাবুয়ে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২১ ১৩:২৬:৩৮
পরিসংখ্যানে বাংলাদেশ-জিম্বাবুয়ে

কারণ ম্যাচ জয়ের দিক থেকে তো বটেই, ব্যক্তিগত পারফর্মেন্সের দিক থেকেও জিম্বাবুইয়ানদের চেয়ে ভাল অবস্থানে আছে বাংলাদেশ। আজকের ম্যাচের আগে দেখে নিন দুই দলের পরিসংখ্যান-

মুখোমুখি- উভয় দলই এখন পর্যন্ত মোট ৬৯টি ওয়ানডে খেলেছে যেখানে টাইগাররা জয় পেয়েছে ৪১টিতে এবং জিম্বাবুয়ে মাত্র ২৮টিতে।

সর্বোচ্চ দলীয় ইনিংস- জিম্বাবুয়েঃ ৩২৩/৭ বুলাওয়ে, ২০০৯ সালে

বাংলাদেশ- ৩২০/৮, বুলাওয়ে

৩০০ এর অধিক স্কোর- জিম্বাবুয়ের ৬টি, বাংলাদেশের ২টি

সর্বনিম্ন স্কোর-

জিম্বাবুয়ে- ৪৪ (চিটাগাং, ২০০৯ সাল)

বাংলাদেশ- ৯২ (নাইরোবি, ১৯৯৭)

সর্বোচ্চ জয়-

জিম্বাবুয়ে- ১৯২ রান, নাইরোবি- ১৯৯৭ সাল

বাংলাদেশ- ১৪৫ রান, ঢাকা- ২০১৫ সাল

সর্বোচ্চ ব্যক্তিগত রান-

১। সাকিব আল হাসান-১৪০৪

২। তামিম ইকবাল-১৩৭৪

৩। ব্র্যান্ডন টেইলর- ১২২২

৪। মুশফিকুর রহিম- ১২০৩

৫। এল্টন চিগুম্বুরা- ১১৯৫

৬। হ্যামিল্টন মাসাকাদজা -১১৫২

সেরা ইনিংস-

জিম্বাবুয়ে- চার্লস কভেন্ট্রি- ১৯৪*, ২০০৯- বুলাওয়ে

বাংলাদেশ- তামিম ইকবাল- ১৫৪, ২০০৯- বুলাওয়ে

সর্বোচ্চ উইকেট-

১। সাকিব আল হাসান- ৭৪

২। মাশরাফি বিন মর্তুজা- ৬২

৩। আব্দুর রাজ্জাক-৫৬

৪। এল্টন চিগুম্বুরা- ২৭ উইকেট

সেরা বোলিং ফিগার-

জিম্বাবুয়ে- ব্রায়ান স্ট্র্যাঞ্জ- ৬/২০, নাইরোবি ১৯৯৭ সাল

বাংলাদেশ- আব্দুর রাজ্জাক- ৫/২৯, ঢাকা- ২০০৯ সাল

সেরা ডিসমিসাল-

বাংলাদেশ- মুশফিকুর রহিমঃ ৫৮ (৪২টি ইনিংস)

জিম্বাবুয়ে- ব্র্যান্ডন টেইলর- ৩৭টি (২৭টি ইনিংস)

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ