ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

টসে জিতলে কি করবেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২১ ১৩:১০:৩৫
টসে জিতলে কি করবেন মাশরাফি

মিরপুরের পীচ ব্যাটিং বান্ধব হিসেবেই বহুল পরিচিত। শুরুতে ব্য্যাট করতে নেমে ২৫০-২৭০ রানের টার্গেট দিতে পারলে এটা যেকোন দলের জন্যই তা হবে চ্যালেঞ্জেং।

আর নিজের হোম গ্রাউন্ড হওয়ায় টাইগার দলের এই মাঠের নারী-নক্ষত্র চেনা আছে। কাজেই টসে জিতলে মাশরাফি ব্যাটিং ই নিতে চাইবেন। দুপুর ২টা ৩০ মিনিট শুরু হওয়া খেলাটি লাইভ দেখা যাবে বিটিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান চ্যানেলে।

আজকের ম্যাচটি দুর্বল দল র‍্যাংকিংয়ে ৭ এ থাকা জিম্বাবুয়ের বিপক্ষে হলেও বাংলাদেশের জন্য খুবই চ্যালেঞ্জিং। কেননা আইসিসির নিয়ম অনুযায়ী বাংলাদেশ বড় দল হওয়ায় যদি কোন ম্যাচ হারে দল ব্যাপক পয়েন্ট অদল বদল হবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ