ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

আজ যে রেকর্ড গড়ার অপেক্ষায় মুশফিক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২১ ০৯:৫৪:০৭
আজ যে রেকর্ড গড়ার অপেক্ষায় মুশফিক

এই তালিকের সবার উপরের নাম লঙ্কান সাবেক গ্রেট কুমার সাঙ্গাকারার, ৪০৪ ম্যাচে ৪৮২ ডিসমিসাল নিয়ে শীর্ষে আছেন তিনি। এরপরই অবস্থান করছেন আরো দুই কিংবদন্তি উইকেটরক্ষক অ্যাডম গিলক্রিস্ট ও মার্ক বাউচার। ক্যারিয়ারে ২৮৭টি ওয়ানডে ম্যাচে ৪৭২ ডিসমিসাল করে সাঙ্গাকারার ঠিক পরের অবস্থানেই আছেন অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার গিলক্রিস্ট। আর ২৯৫ ম্যাচ খেলে ৪২৪ ডিসমিসাল করে তিন নাম্বারে আছেন প্রোটিয়া সাবেক উইকেটরক্ষক বাউচার।

এই তালিকায় ১১তম স্থানে আছেন মুশফিক। ১৯২ ম্যাচ খেলে ১৯৭টি ডিসমিসাল করেছেন তিনি। আর বাকী ৮টি ডিসিমিসাল করলেই তিনি ঢুকে যাবেন ১০ নম্বর পজিশনে। মুশফিক কি এই সিরিজেই পারবেন সেটা?

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ