ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

আজ বাংলাদেশের খেলা কখন কোথায় কিভাবে দেখবেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২১ ০৯:৪৬:২২
আজ বাংলাদেশের খেলা কখন কোথায় কিভাবে দেখবেন

ম্যাচ : বাংলাদেশ-জিম্বাবুয়ে

কবে : ২১ অক্টোবর, ২০১৮।

কখন : দুপুর আড়াইটায়।

কোথায় : শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর।

খেলা দেখাবে যে চ্যানেল : গাজী টিভি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

মুখোমুখি লড়াই : দুই দল এখন পর্যন্ত ৬৯ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জিতেছে ৪১ ম্যাচে। ২৮টিতে জয় জিম্বাবুয়ের।

দলের খবর :

বাংলাদেশ : এশিয়া কাপের ফাইনাল খেলার আত্মবিশ্বাস নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। অবশ্য দলের দুই সেরা তারকাকে বাইরে রেখে খেলতে হচ্ছে। ইনজুরির কারণে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

জিম্বাবুয়ে : বাংলাদেশ সফরে এসে মূল সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। বিসিবি একাদশের বিপক্ষে তারা হেরেছে ৮ উইকটে। সাম্প্রতিক পারফরম্যান্সও তাদের ভালো নয়। তবে মূল সিরিজ তারা শুরু করতে চায় আত্মবিশ্বাসের সঙ্গে। জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা তো তার দলকে ফেভারিটই বলতে চান।

সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ : লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, ফজলে রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান

জিম্বাবুয়ে : হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), সেন উইলিয়ামসন, সিকান্দার রাজা, এল্টন চিগুম্বুরা, উইলিংটন মাসাকাদজা, ব্যান্ডন মাভুতা, কেইল জার্ভিস, তেন্দাই চাতারা।

উইকেট এবং কন্ডিশন:

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামর উইকেট বরাবই স্লো এবং টার্নিং। যদিও রহস্যময় উইকেট হিসেবেও রয়েছে এর পরিচিত। হঠাৎ হঠাৎ-ই চরিত্র বদলায়। বেলা আড়াইটায় শুরু খেলা। আগে ব্যাট করা দলকে তাই ৯০ মিনিট রোদ মাথায় নিতে খেলতে হবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ