সংবাদ সম্মেলনে বিশেষ তিন তরুণের নাম জানালেন মাশরাফি

স্বীকার করে নিতে হবে বাংলাদেশ দলে লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তদের মত একঝাঁক সম্ভাবনাময় খেলোয়াড় রয়েছেন। কিন্তু তারপরও গেল কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেটের বড় পরামর্শদাতা নাজমুল আবেদিন বলেছিলেন, পঞ্চপান্ডবের দলে এখনো আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রিকেটার তৈরি হয়নি।
তার মতে, ‘আমরা হয়তো প্রতিবছর একজন বা দুইজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় পাব। সেক্ষেত্রে আগামী পাঁচ বছরের মধ্যে চার থেকে পাঁচজন আন্তর্জাতিক মানের রিপ্লেসমেন্ট পাওয়া সম্ভব। আমরা মিরাজ কিংবা মোস্তাফিজদের মধ্যে সেরকম নমুনা লক্ষ্য করেছি। কিন্তু তারপরও সত্যি কথা হলো, আমাদের দলে এখনও ১১ জন আন্তর্জাতিক মানের খেলোয়াড় নেই। এর কারণ, বেশিরভাগ তরুণ খেলোয়াড়েরই লক্ষ্য ছিল জাতীয় দলে খেলা, আন্তর্জাতিক মানের খেলোয়াড় হয়ে ওঠা নয়।’
তবে এবার ঠিকই শনিবার (২০ অক্টোবর) সে কথা দ্বিতীয়বারের মতো উচ্চারণ করলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অবশ্য সাকিব-তামিম পুরোপুরি সুস্থ থাকলেও যে বাংলাদেশ দল যে নতুন খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারতো, সেটাও একবাক্যে বলে দেয়া যায় না। কেননা দেশের ক্রিকেটের পাইপলাইনে আন্তর্জাতিক মানের খুব বেশি ক্রিকেটার নেই বলে মনে করেন তিনি।
তবে তিনি মনে করেন, ‘পঞ্চপান্ডব ছাড়াও ভরসার অন্যতম জায়গায় রয়েছেন দুই তরুণ মোস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস এবং ডানহাতি পেসার রুবেল হোসেন। এছাড়া বাকি জায়গাগুলোর জন্য খেলোয়াড় বাছাইয়ের জন্য সামনের সিরিজগুলো এবং দেশের ঘরোয়া ক্রিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
এসময় বিশ্বকাপের ব্যাপারে পরিকল্পনা জানাতে গিয়ে মাশরাফি বলেন, ‘আল্লাহ যদি সবাইকে সুস্থ রাখে তাহলে কিছু প্লেয়ার আছে যাদের নিয়ে আপনার চিন্তা করার সুযোগ। নাম বললে হয়তো বা সাকিব, মুশফিক, তামিম, রিয়াদের ক্ষেত্রে হয়তো আমাদের চিন্তা করার সুযোগ কম। একই সাথে মোস্তাফিজ, রুবেল ও লিটন আছে; এরাও ভালো করছে। তবে একটি কথা আগেও বলেছি, ব্যাকআপ প্লেয়ার আমাদের অনেক কম। বিশেষ আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করার মতো ব্যাকআপ।’
প্রসঙ্গত, রোববার (২১ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলাদেশ দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। তবে তার আগে শনিবার (২০ অক্টোবর) মিডিয়ার সামনে কথা বলেন মাশরাফি। সেখানে দলের বর্তমান অবস্থা ও সম্ভবনা নিয়ে কথা বলেন তিনি।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি