ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

নেইমার কোথায় যাবেন জানেন না পিএসজি কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২০ ১৫:৫১:০৮
নেইমার কোথায় যাবেন জানেন না পিএসজি কোচ

আর পিএসজি ছেড়ে নেইমারের রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জনের কথা তো সবারই জানা। সেই গুঞ্জনের বিষয়ে প্রশ্নের জবাবেই কিনা পিএসজির জার্মান কোচ টমাস টাচেল সরাসরি বলে দিলেন, পিএসজিতে নেইমারের ভবিষ্যত তিনি জানেন না।

মজার ব্যাপার হলো পিএসজি কোচ টাচেল এই কথাটা আবার বললেন সংবাদ সম্মেলনে স্বয়ং নেইমারকে পাশে বসিয়ে!

গত মৌসুমেই গুঞ্জনটা উঠেছে বারবার, পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দিতে যাচ্ছেন নেইমার। কখনো কখনো আবার বার্সেলোনায় ফিরে যাচ্ছেন বলেও গুঞ্জন উঠেছে। কিন্তু গ্রীষ্মের দলবদলে নেইমার কোথায় যাননি। থেকে গেছেন পিএসজিতেই। কিন্তু এরই মধ্যে আবার নতুন করে গুঞ্জন উঠেছে, পিএসজি ছেড়ে সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরে যাচ্ছেন নেইমার!

ক্লাব বার্সেলোনা নাকি তলেতলে নেইমারের সঙ্গে যোগাযোগ করছেন। যদিও এই গুঞ্জনকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন বার্সেলোনার সহসভাপতি জর্ডি কার্দোনের। কিন্তু কেউ একজন উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেই কি আর গুঞ্জন থামে? নেইমারের ন্যু-ক্যাম্পে ফিরে যাওয়ার গুঞ্জনও থামেনি। ওদিকে রিয়ালে যাওয়ার গুঞ্জন তো আছেই।

শুক্রবার পিএসজি কোচের সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই উঠে আসে নেইমারের বার্সেলোনায় ফিরে যাওয়ার গুঞ্জনের প্রসঙ্গটি। পেছনের এই গুঞ্জনের কারণেই কিনা, পিএসজি কোচ টাচেল সংবাদ সম্লেলনে আবার হাজির হন নেইমারকে সঙ্গে নিযে। তবে নেইমার শুধু কোচের পাশে বসেই থেকেছেন। কোনো কথা বলেননি।

সাংবাদিকদের প্রশ্নের জবাব যা দেওয়ার দিয়েছেন কোচ টাচেলই, ‘নেইমার থাকছে (পিএসজিতে) কিনা? আমরা সবাই জানি এই অক্টোবরে সে এখানেই আছে (পাশে বসে থাকা নেইমারকে দেখিয়ে)। তবে ২০১৯ সালের গ্রীষ্মে নেইমার কী করবে, আমি সে ব্যাপারে কিছু বলতে পারব না। আশা করি আপনারা এই বিষয়ে আর প্রশ্ন করবেন না।’

উপস্থিত সাংবাদিকেরা বাধ্য হয়েই প্রসঙ্গ পাল্টে পিএসজির পরবর্তী ম্যাচ নিয়ে প্রশ্ন করেন। তবে প্রসঙ্গ পাল্টালেও টাচেলের উত্তর হয়তো সবার মনের খচখচানি আরও বাড়িয়ে দিয়েছে। হয়তো তুলে দিয়েছে প্রশ্নও, সত্যিই কি পিএসজিতে নেইমারের ভবিষ্যত জানেন না কোচ টাচেল? নাকি সবকিছু জেনেও কৌশলে সত্যটা গোপন রাখার চেষ্টাই করে গেলেন তিনি? এসব প্রশ্নেরই উত্তর দেবে সময়!

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ