ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সামাজিক যোগাযোগ মাধ্যমের অবিসংবাদিত ‘কিং’ রোনালদো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২০ ১৫:৪৭:৪৯
সামাজিক যোগাযোগ মাধ্যমের অবিসংবাদিত ‘কিং’ রোনালদো

বিশ্ব ফুটবলের ইতিহাসে সাবেক-বর্তমান তারকাদের মধ্যে রোনালদোই সামাজিক যোগাযোগের মাধ্যমে সবচেয়ে বেশি জনপ্রিয়।

ফুটবল তো ফুটবল, বিশ্ব ক্রীড়াঙ্গন, বিশ্ব রাজনীতির ময়দান, চলচ্চিত্র দুনিয়া, সংগীত ভুবনসহ বিশ্বে এমন কোনো সেলিব্রেটি নিয়ে, যিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে রোনালদোকে টেক্কা দিতে পারেন! মোদ্দা কথা, সামাজিক যোগাযোগের মাধ্যমে পুরো বিশ্বেই সবচেয়ে বেশি জনপ্রিয় রোনালদো। তার অনুসারির সংখ্যাই সবচেয়ে বেশি। অনুসারির সংখ্যার ভিত্তিতে তিনিই সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বের অবিসংবাদিত রাজা।

ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার-সামাজিক যোগাযোগের মাধ্যমের এই তিনটিতে মিলে রোনালদোর অনুসারির সংখ্যা ৩৪১ মিলিয়ন বা ৩৪ কোটি ১০ লাখ! এর মধ্যে ১২৩ মিলিয়ন ফেসবুকে, ইনস্টাগ্রামে ১৪৩ মিলিয়ন ও বাকি ৫ মিলিয়ন অনুসারি টুইটারে। ফুটবলারদের মধ্যে রোনালদোর প্রধান প্রতিদ্বন্দ্বী নেইমার। পিএসজির ব্রাজিলিয়ান তারকার মোট অনুসারির সংখ্যা ২০৫ মিলিয়ন। ফুটবলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ অনুসারি মেসির, ১৮৯ মিলিয়ন। রোনালদোর চেয়ে মেসির অনুসারির সংখ্য্যা ১৫২ মিলিয়ন কম!

ক্রীড়া তারকা, নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, রাজনীতিক, বৈজ্ঞানিক, ধর্মগুরু-সব অঙ্গনের সেলিব্রেটি মিলিয়ে রোনালদোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কানাডিয়ান সংগীতশিল্পী-গীতিকার জাস্টিন বিবের। তার মোট অনুসারির সংখ্যা ২৮৪ মিলিয়ন। তৃতীয় সর্বোচ্চ অনুসারি আমেরিকান মহিলা সংগীতশিল্পী টেইলর সুইফটের, ২৬৮ মিলিয়ন।

পুরো বিশ্বের তালিকায় নেইমার আছেন ৪ নম্বরে। ৫ নম্বরে মেসি। ৬ নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওমাবা। তার মোট অনুসারির সংখ্যা ১৭৬ মিলিয়ন। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসারির সংখ্যা ৯০ মিলিয়ন। জনপ্রিয়তার মাপকাঠিতে ট্রাম্পের অবস্থান ঠিক কততম স্থানে, সেটা অবশ্য জানা যায়নি।

জনপ্রিয়তায় টক্কর দিতে না পারলেও একটা জায়গায় অবশ্য রোনালদোকে পেছনে ফেলে দিয়েছেন দুই নারী। ইনস্টাগ্রামে পোস্ট প্রতি আয় করায় রোনালদোকে হারিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের টেলিভিশ রিয়্যালিটি শো তারকা কাইল জেনার ও অভিনেত্রী-সংগীতশিল্পী সেলেনা গোমেজ।

ইনস্টগ্রামে প্রতি পোস্টে (ছবি বা স্ট্যাটাস) রোনালদোর আয় সাড়ে লাখ মার্কিন ডলার। যা তাকে রেখেছে সর্বোচ্চ আয়কারীদের তালিকার তিনে! তালিকার এক নম্বরে রিয়্যালিটি শো তারকা কাইল জেনার। মার্কিন এই নারী সেলিব্রেটির প্রতি পোস্টে আয় ১০ লাখ ডলার! ৮ লাখ ডলার আয় নিয়ে দুইয়ে সেলেনা গোমেজ।

পোস্ট প্রতি নেইমার-মেসিদের আয় কত, নিশ্চয় তা জানতে খুব ইচ্ছে করছে। পোস্ট প্রতি নেইমারের আয় ৬ লাখ ডলার। যা তাকে রেখেছে তালিকার নম্বরে। পোস্ট পতি ৫ লাখ ডলার আয় নিয়ে নেইমারের ঠিক পেছনেই মেসি।

ফুটবলের বাইরে ক্রীড়াঙ্গনের অন্য তারকাদের মধ্যে সর্বোচ্চ অনুসারি যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিঙবদন্তি লেব্রন জেমসের, ১০৫ মিলিয়ন। বক্সাদের মধ্যে সবচেয়ে ৪২ মিলিয়ন অনুসারি কনর ম্যাকগ্রেগরের।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ