ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

মোস্তাফিজের জায়গায় মুম্বাই দলে যে নতুন ’ হার্ডহিটার’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ২০ ১৪:৩৮:২৩
মোস্তাফিজের জায়গায় মুম্বাই দলে যে নতুন ’ হার্ডহিটার’

২০১৯ সালের দ্বাদশতম আসরের জন্য কুইন্টন ডি কককে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ক্রীড়া ভিত্তিক সংবাদ মাধ্যম ইএসপিএনের তথ্য মতে, দক্ষিণ আফ্রিকার ওপেনার ডি কককে দিয়ে দ্বাদশতম আসরের আইপিএলের কেনা-বেচা শুরু হলো।

আফ্রিকান এই ওপেনার আগে কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে ছিলেন। ফলে কোহলির সাথে আর দেখা যাবে না ডি কককে।

অভিষেকের পর দুর্দান্ত পারফরম্যান্স করেন কাটার মাস্টার মোস্তাফিজ। আর নজর পড়ে ফ্রাঞ্চাইজি ভিত্তিক দলগুলোর। তারই ধারাবাহিকতায় ২০১৬ সালের ফ্রেব্রুয়ারির দলে ভেড়ায় হায়দরাবাদ। প্রথম আইপিএল দর্শনে হায়দরাবাদের হয়ে চোখ ধাঁধাঁনো পারফর্ম ছিল ফিজের। চ্যাম্পিয়নও হয় তার দল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে সেই শুকতারার আলো তার ইনজুরি শুষে নিতে শুরু করে।

আর তার শুরুটা আইপিএল এবং পরে ইংলিশ লিগ সাক্সেসে খেলে। ওই যে ইনজুরিতে পড়লেন আর যেন পুরনো মুস্তাফিজকে পাওয়া গেলো না। পরেরবার হায়দরাবাদের হয়ে ইনজুরির কারণে বেশি ম্যাচ পাননি। সর্বশেষ আইপিএলে ইনজুরির কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ঠিক চেনা ছন্দে ছিলেন না ফিজ। পরপর তিনটি আইপিএল খেলেছেন তিনি। প্রথম দুই মৌসুম ছিলেন হায়দরাবাদে। আর সর্বশেষ মৌসুমে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। কিন্তু এবার তাকে ছেড়ে দিল দলটি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ