রেকর্ড গড়েই জিততে হবে অস্ট্রেলিয়াকে

কারণ, জিততে হলে যে অস্ট্রেলিয়াকে রীতিমত বিশ্ব রেকর্ডই গড়তে হবে! টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। সেখানে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য পাকিস্তান লক্ষ্য ছুড়ে দিয়েছে ৫৩৮ রানের।
এই বিশাল রান তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষ বিকেলে ১০ রানের মাথায় একটি উইকেটও হারিয়েছে টিম পাইনের দল। ৪ রান করে মির হামজার বলে আউট হয়েছেন শন মার্শ। তৃতীয় দিন শেষে অস্ট্রেরিয়ার রান ১ উইকেট হারিয়ে ৪৭। ২৪ রান নিয়ে ব্যাট করছেন অ্যারোন ফিঞ্চ। ১৭ রান নিয়ে রয়েছেন ট্রাভিস হেড।
চতুর্থ ইনিংসে ১৯২ ওভার ব্যাট করার দারুণ সুযোগ অস্ট্রেলিয়ার সামনে। এই ১৯২ ওভার নয়, ১৫০ ওভার ব্যাট করতে পারলেও বিশ্ব রেকর্ড গড়ে জয়ের বন্দরে পৌঁছা সম্ভব। চতুর্থ ইনিংসে একবারই ১৯২ ওভারের বেশি ব্যাট করার রেকর্ড রয়েছে। তাও টেস্ট ক্রিকেট শেষ হওয়ার টাইম-টেবিল যখন ছিল না, তখন।
১৯৩৯ সালে ডারবানে স্বাগদিক দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ডের মধ্যে ৩ মার্চ থেকে শুরু করে ১৪ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এক টেস্ট। সেবার দ্বিতীয় ইনিংসে (ম্যাচের চতুর্থ ইনিংস) ইংল্যান্ড ২১৮.২ ওভার ব্যাট করে এবং সংগ্রহ করে ৬৫৪ রান। এরপর দু’দল নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে ম্যাচ ড্র মেনে নেয়।
তেমন পরিস্থিতি এবার হওয়ার কোনো সুযোগ নেই। কারণ, ফল হোক আর না হোক, ম্যাচ শেষ হবে ৫ দিনেই। সেই ৫মদিন শেষ হতেও বাকি ২দিন। অস্ট্রেলিয়ার হাতে আছে আর ৯ উইকেট এবং দুইদিনে ১৮০ ওভার।
এর আগে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ৪০০ রান করার পর অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। অর্থ্যাৎ, ৪০০ রানে ইনিংস ঘোষণা করে তারা। যার ফলে অস্ট্রেলিয়ার সামনে মোট ৫৩৮ রানের লক্ষ্য দাঁড়িয়ে যায়।
প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও দুর্ভার্গের শিকার দুই পাকিস্তানি ব্যাটসম্যান। দুই ইনিংসেই সেঞ্চুরির একেবারে কাছাকাছি গিয়ে আউট হন অধিনায়ক সরফরাজ আহমেদ। প্রথম ইনিংসে ৯৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৮১ রান। তবে তার চেয়েও দুর্ভাগা বাবর আজম। ৯৯ রান করে আউট হয়ে যান তিনি। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেন তিনি। প্রথম ইনিংসে ৯৪ রানে আউট হয়েছিলেন ফাখর জামান। দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৬৬ রান।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বোলার নাথান লায়ন ১৩৫ রান দিয়ে নেন ৪ উইকেট। ২ উইকেট নেন মারনাস লাবুচানে। ১ উইকেট নেন মিচেল মার্শ।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- দ্য হান্ড্রেডে বাংলাদেশের ২৯ ক্রিকেটার শেষ হলো নিলাম
- বাংলাদেশে জনপ্রতি ফিতরার হার ঘোষণা