ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

অজিদের ১৪৫ রানেই প্যাকেট করে ফেলল পাকিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৭ ১৬:৫৩:৫৩
অজিদের ১৪৫ রানেই প্যাকেট করে ফেলল পাকিস্তান

সংযুক্ত আর আমিরাতে অনুষ্ঠিত দুই দলের সিরিজের প্রথম টেস্টেও দাপট ছিল পাকিস্তানের। দুবাই টেস্টের প্রথম ইনিংসেও বড় লিড নিয়েছিল পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত উসমান খাজা ও টিম পেইনের দৃঢ়তায় ম্যাচটি বাঁচিয়েছিল অস্ট্রেলিয়া।

এদিন আগের দিনের ২ উইকেটে ২০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিন শেষ বিকেলে ব্যাট করতে নেমে ওপেনার উসমান খাজা ও নাইট ওয়াচ ম্যাচ পিটার সিডলের উইকেট হারায় অস্ট্রেলিয়া। দুটি উইকেটই তুলে নেন মোহাম্মদ আব্বাস।

এদিন সেই আব্বাস আগুনে পুড়ে ছাই অস্ট্রেলিয়া। আরো তিন উইকেট নিয়ে ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন আব্বাস। এদিন দিনের শুরতেই শন মার্শ (৩) ও ট্রাভিস হেডকে (১৪) ফিরিয়ে অজিদের মিডল অর্ডার গুড়িয়ে দেন আব্বাস। এরপর বিলাল আসিফ উইকেট উৎসবে যোগ দিলে অস্ট্রেলিয়া ধ্বংসস্তুপে পরিণত হয়। বিলাল নিয়েছেন ৩ উইকেট। ১ উইকেট নেন ইয়াসির শাহ।

অস্ট্রেলিয়ার রানটা এক’শ পেরোনোর কৃতিত্ব মারনাস লাবুচানে ও মিচেল স্টার্কের। লোয়ার অর্ডারে লাবুচানে ২৫ ও স্টার্ক ৩৪ রান যোগ করেন।

মঙ্গলবার টস জিতে আগে ব্যাট করতে নেমে অজি বোলারদের দাপটে কোনঠাসা হয়ে পড়ে পাকিস্তান। ৫৭ রানে ৫ উইকেট পড়ে যায় পাকিস্তানের। সেখান থেকে ফখর জামান ও সরফরাজ আহমেদের নৈপণ্যে ২৮২ রানের পুঁজি গড়ে। ফখর ও সরফরাজ দুজনেই অবশ্য সেঞ্চুরির আক্ষেপে পুড়েছেন। দুজনেই ব্যক্তিগত ৯৪ রান করে আউট হন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ