ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ফরহাদ রেজাদের তোপে অলআউট বরিশাল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৭ ১৬:৩১:২৮
ফরহাদ রেজাদের তোপে অলআউট বরিশাল

ম্যাচঃ- বরিশাল বিভাগ বনাম রাজশাহী বিভাগসংক্ষিপ্ত স্কোরঃ-টসঃ- রাজশাহী বিভাগবরিশাল বিভাগ প্রথম ইনিংসঃ- ১৩৩রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ- ৪/০

ম্যাচঃ- সিলেট বিভাগ বনাম ঢাকা বিভাগসংক্ষিপ্ত স্কোরঃ-

টসঃ- ঢাকা বিভাগসিলেট বিভাগ প্রথম ইনিংসঃ- ৮৬/২

আর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে খেলছে সিলেট ও ঢাকা বিভাগ। তবে টানা বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় প্রথম দুই দিনে টসও সম্পন্ন হয়নি কোন ম্যাচেই!

যদিও তৃতীয় দিনে আবহাওয়া ভাল থাকায় দুটো খেলাই হচ্ছে বুধবার। রাজশাহীর বিপক্ষে টসে হেরে ব্যাট করেছে বরিশাল। শুরু থেকেই রাজশাহীর বোলারদের তোপের মুখে পড়েছে তাঁরা। অলআউট হয়েছে ১৩৩ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন নুরুজ্জামান। ৩১ রান আসে আল-আমিনের ব্যাট থেকে। রাজশাহীর হয়ে চারটি উইকেট নিয়েছেন ফরহাদ রেজা।

দুইটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও মোক্তার আলী। এই মুহূর্তে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করছে রাজশাহী।

এদিকে সিলেটের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং বেঁছে নিয়েছে ঢাকা বিভাগ। দুই ওপেনার রান পেলেও থিতু হতে পারেননি। অধিনায়ক ইমতিয়াজ হোসেন ফিরে গেছেন ৪১ রানে। তৌফিক খান করেছেন ৩৫ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুই উইকেটে ৮৬ রান করেছে সিলেট।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ