ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

অবশেষে সেই বিতর্কিত আউট নিয়ে মুখ খুললেন লিটন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৬ ২০:৩৭:১৯
অবশেষে সেই বিতর্কিত আউট নিয়ে মুখ খুললেন লিটন

বিতর্কত আউটের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচের ৪১তম ওভারে কুলদীপ যাদবের শেষ বলে পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন লিটন। বলে ব্যাটে করতে না পারায় তা চলে যায় উইকেটরক্ষক ধোনির হাতে। আর তিনি স্ট্যাম্পিয়ের আবেদন জানান।

আর সেই আবেদনে অনেক সময় নিয়ে দেখে শুনে আউটের সিদ্ধান্ত দেন থার্ড আম্পায়ার রড টাকার। আর সেই আউট নিয়ে এই পর্যন্ত ক্রিকেট বিশ্বে আলোচনা কম হয়নি। এবার সেই আউট নিয়ে কথা বলেছেন লিটন দাস।

আজ মঙ্গলবার (১৬ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের আগে গণমাধ্যমের সামনে এসে ওপেনার লিটন বলেন, ‘হ্যাঁ, আরও কিছুক্ষণ খেলতে পারলে ভালো হতো। সেটা দলের জন্য, আমার জন্যও। আর আউট নিয়ে কিছু বলার নেই। আম্পায়ার যেহেতু আউট দিয়েছেন, সেটা আউটই।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ