ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

এখনো বড় হইনি, অনেক কিছুই বাকি আছেঃ লিটন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৬ ১৯:৪১:২১
এখনো বড় হইনি, অনেক কিছুই বাকি আছেঃ লিটন

তামিমের ইনজুরিতে এশিয়া কাপে টাইগার ভক্তদের ওপেনিংয়ের মুল ভরসা ছিলেন লিটন দাস। তবে শুরুটা ভালো হয়নি, নিজেকে মেলে ধরতে পারছিলেন না একদমই। আফগানিস্তানের সঙ্গে ম্যাচে ৪১ রানের দারুণ একটা ইনিংস খেলছিলেন, কিন্তু বাজে শটে দিয়ে আসেন উইকেটে। কে জানত, নিজের সেরাটা ফাইনালের জন্যই জমিয়ে রাখবেন?

১২১ রানের দুর্দান্ত ওই ইনিংসটাই ম্যাচে রেখেছিল তাকে। লিটনের অবশ্য এটা নিয়ে আলাদা করে বেশি উচ্ছ্বাস নেই, ‘অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটের সেঞ্চুরি বেশি গুরুত্ববহ। আপনারাও ভালো জানেন, আমি অনেক দিন ধরেই ব্যাকফুটে ছিলাম। পারফর্ম করাটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। একই সাথে আমার জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার।’

ঘরোয়া ক্রিকেটে অনেক দিন থেকেই রান পাচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেটেই প্রমাণ করার অনেক কিছু ছিল। তার কিছুটা করেছেন ওই ফাইনালে। আর এরপর দেশে ফিরে করেছেন প্রথম শ্রেণিতে বাংলাদেশের হয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরি। লিটন বললেন, ফাইনালের ওই ইনিংস অনেক কিছুই বদলে দিয়েছে তার, ‘একজন ক্রিকেটার পারফর্ম করলে মাথা থেকে সেই জিনিসটা সরে যায়। ক্রিকেট তো সম্পূর্ণ মানসিকতার খেলা। মানুষ বলে, মন যত পরিস্কার থাকবে তত ভালো খেলবেন। যেহেতু পারফর্ম করিনি, তখন মনে নিজের সামর্থ্যে একটু প্রশ্ন ছিল। আর পারফর্ম করার পর মানসিকভাবে একটু চাপ মুক্ত হওয়া যায়। এই জন্য হয়তো ভালো হয়েছে।’

তবে লিটন জানেন, এখনো অনেক কিছু বাকি। আপাতত পা রাখছেন মাটিতেই, ‘সত্যি, একটি ম্যাচ অনেকের ক্যারিয়ারে অনেক প্রভাব ফেলতে পারে। কিন্তু আমাকে পরের ম্যাচে কিন্তু আবার শূন্য থেকেই শুরু করতে হবে। আমার চেষ্টা শূন্য থেকে বড় কিছু করা। ওটা নিয়ে এখন আশা করে বা চিন্তা করে কোন লাভ নেই।’

জিম্বাবুয়ে সিরিজে তামিম ইকবাল না থাকায় ওপেনিংয়ে লিটনের ওপরেই অনেক বেশি ভরসা রাখা হয়েছিল। তিনি অবশ্য ব্যাপারটা ওভাবে দেখছেন না, ‘আমিও যে দলে নিয়মিত ছিলাম, তাও না। তামিম ভাই ছিলেন নিয়মিত। তার সাথে সাথে সবাই আসা যাওয়ার মধ্যে ছিল। আমার নিয়মিত হওয়ার কোনো সুযোগই ছিল না। আমার সাথে যে সঙ্গী হবে, সেও নতুন হবে, আমিও নতুন। হ্যাঁ, আত্মবিশ্বাসের জায়গা থেকে একটু ভালো জায়গায় আছি হয়তো। কিন্তু আমি আগেও বলেছি, প্রতিটা ম্যাচ নির্ভর করে সেই দিনের ওপরে। হতে পারে পরের ম্যাচে আমি শূন্যও করতে পারি। সেই আকাশ ছোঁয়া আত্মবিশ্বাস নিয়ে কোনো লাভ নেই।’

জিম্বাবুয়ের বিপক্ষে কথার মতো মাঠেও এমন পরিণত লিটনকে চাইবে বাংলাদেশ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ