ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

রোডস শিখিয়ে দিলেন টাইগারদের তীরে এসে তরী না ডুবানোর মুল মন্ত্র

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৬ ১৯:১৬:৫৯
রোডস শিখিয়ে দিলেন টাইগারদের তীরে এসে তরী না ডুবানোর মুল মন্ত্র

আগামী ২১ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে মাঠে নামবে টাইগাররা। ইতোমধ্যেই ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোড। ঘোষিত সদস্যের মধ্যে ১৩ জনকে নিয়ে গতকাল প্রথম দিনে অনুশলীন করেছে টাইগাররা। যেখানে প্রথম দিনেই ব্যাটিং অনশীলনে মনোযোগ দিয়েছেন কোচ স্টিভ রোডস।

মিরপুর শেরে বাংলার উইকেটে রোডসের পাঠশালায় ব্যাটিংয়ে মনোযোগ মাশরাফি বাহীনির। প্রথম দিনে সহজে ১ রান বা দুই রান বের করার দীক্ষাই দিলেন ইংলিশ কোচ। ফিল্ডারকে ফাঁকি দেওয়ার বুদ্ধিও দিলেন বাতলে। কিভাবে বল নষ্ট না করে রানের চাকাকে চালিয়ে নেওয় যায় সে মন্ত্রই শিখিয়েছেন তিনি।

একাডেমি মাঠে বোলারদের নিয়ে কাজ করেছেন কোর্টনি ওয়ালশ। ইনডোরে ক’জন ব্যাটসম্যানকে আলাদা করে সময় দিয়েছেন নেইল ম্যাকেঞ্জি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ